সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : আমাদের ছাত্রদের স্লোগান ছিল 'উই ওয়ান জাস্টসি, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। আমরা ঐক্যবদ্ধ বাংলাদশে গড়তে চাই। আমরা বিভক্তি বিভাজনে বাংলাদশে আর চাই না। আমরা যারাই এদেশে নাগরকি সবাই মিলে আমরা আমাদের বাংলাদশেরে গর্বিত নাগরকি। আমরা ধর্মের নামে রাজনীতির নামে কাউকে নাগরকি অধিকার থেকে বঞ্চিত করতে চাই না। আমরা সবাই বাংলাদেশী।
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদশে জামায়াতে ইসলামীর উপজলো ও শহর শাখার দায়িত্বশীলদরে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেেক ১০ টা পর্যন্ত পৌর কমিনিউটি সেন্টারে হলরুমে এই আয়োজন করা হয়।
কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চল পরচিালক মাওলানা আবদুল হালমি। বিশেষ অতিথি রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য আব্দুর রশদি, নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাওার।
এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা নায়বে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা মাজলিসে শূরা সদস্য, সৈয়দপুর উপজেলা আমীর ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী হাফজে আব্দুল মুনতাকিম, নীলফামারী আসন পরচিালক ও ডিপ্লোমা প্রকৌশলী ফোরামরে জেলা সভাপতি আখতারুজ্জামান বাদল। সভাপতত্বি করনে সৈয়দপুর শহর আমীর শরফুদ্দনি খান। সঞ্চালনায় ছিলেন শহর সেক্রেটারি মাওলানা ওয়াজদে আলী। এতে ওই দুই শাখার বিভিন্ন ইউনিটের শতাধকি দায়ত্বিশীল অংশ গ্রহণ করনে।
প্রধান অতিথি মাওলানা আব্দুল হালিম বলেন, ধর্ম ও দল পরিচয়ে কারণে বহু তরুনদের চাকরি হয়নি, বিএনপি সমর্থক যারা তাদের চাকরি হয়নি। দাঁড়ি টুপি যারা তাদের চাকরি হয়নি হিজাব পড়ে ছাত্রীরা যখন পরীক্ষা দিতে যেত মৌখিক পরীক্ষা না নিয়ে বিদায় দিয়ে দিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে এখন হিজাবে হিজাবে স্লোগান হয় বিভাজনের বাংলাদেশ এখন তরুনরা চায় না।
আর এজন্যই বাংলাদশে জামায়াতে ইসলামীর সর্বস্তররে দায়ত্বিশীলদরে প্রস্তুত হতে হবে। জন আকাক্সক্ষা পূরণে কাজ করতে হবে। যাতে বৈষ্যমহীন ঐক্যবদ্ধ সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদশে গড়ে তুলে দশেবাসীকে স্বাধীনতার প্রকৃত স্বাদ দয়ো যায়। আত্মমর্যাদায় উজ্জীবিত হয়ে স্বনির্ভর জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজেদের কৃতত্বি তুলে ধরতে পারি।