বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জনদুর্ভোগ লাঘবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। তিনি বলেন, গণহত্যার বিচার ও সংস্কারের পাশাপাশি আগামী জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি মোতাবেক জাতীয় নির্বাচন দিতে হবে। গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন কেবল ক্ষমতার পালা বদলের নির্বাচন হবে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও স্বাধীন দেশের মানুষ স্বাধীনতার জন্য লড়াই করছে। কারণ বিগত সময়ে স্বাধীন দেশের প্রতিটি মানুষকে পরাধীনতার শিকলে বন্দী করে রাখা হয়েছিল। মানুষ পরাধীনতা শিকল ভেঙ্গে ০৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয় স্বাধীনতার চেতনা ও জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করছে।
গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও পশ্চিম থানা আয়োজিত গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযানপূর্ব এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ইসলামের আদর্শিক সৌর্ন্দয প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে কাজ করছে জামায়াতে ইসলামী উল্লেখ করে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী সমাজের প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার লক্ষ্যে গণসংযোগ অভিযান শুরু করেছে। ইসলামের শিক্ষা, ইসলামী সমাজের সুফল, ইসলামী সমাজে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও স্বাধীনতাসহ ইসলামের সামগ্রিক বিষয় সমাজের প্রতিটি মানুষের সামনে তুলে ধরছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় মন্তব্য করে তিনি বলেন, যেখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবে না, কোন বৈষম্য থাকবে না। ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠীর কোন বিভাজন থাকবে না। রাষ্ট্রের কাছে সকল মানুষ নাগরিক হিসেবে সমান অধিকার ও মর্যাদা লাভ করবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সব মানুষের মৌলিক সকল অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে। তাই নতুন বাংলাদেশে ইসলামী সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীকে সহযোগিতা করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
খিলগাঁও জোনের সহকারী পরিচালক ও খিলগাঁও পশ্চিম থানা আমীর এস এম মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য, খিলগাঁও জোনের পরিচালক মাওলানা ফরিদুল ইসলাম। মহানগরীর মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও পশ্চিম থানা সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযানে ২১টি উন্মুক্ত বুথে সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যম জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এসময় জোনের সকল থানা এবং ওয়ার্ড দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।