বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় গাজীপুরে রাতভর অভিযানে ৫৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৪ মে (রোববার) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন থেকে এসে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় ও হাসানাত রক্তাক্ত আহত হয়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সেখান থেকে অভিযান শুরু করে।

রাত সাড়ে ৯টার দিকে প্রাথমিকভাবে দুজনকে আটক করা হয়—তারা হলেন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন ও কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমদ দিপু। এরপর রাতভর গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ৫৪ জনকে আটক করা হয়।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সোমবার এক প্রেস রিলিজে জানায়, আটক ৫৪জনকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।