পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি প্রতিরোধের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
শনিবার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মুসলিম উম্মাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে পবিত্র রমজান মাস। দীর্ঘ এক মাস ইবাদত বন্দেগীর মাধ্যমে ইহকালীন কল্যান ও পরকালীন মুক্তির জন্য মুসলিম সমাজ সিয়াম পালন করেন।
তিনি বলেন, পবিত্র রমজান কোরআন নাযিলের মাস। পবিত্র কোরআনের কারনে রমজান মাসের সম্মান ও মর্যাদা অনেক বেশি। অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সাধারন মানুষ নির্বিঘ্নে যাতে রোযাপালন করতে পারে সেজন্য অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট এবং অতি মুনাফা ভোগীদের বিরুদ্ধে বাজার মনিটরিং এর মাধ্যমে অভিযান পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করেন।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, পবিত্র রমজান মাসের রোজা এমন একটি ইবাদত যার প্রতিদান রোজাপালন কারীকে স্বয়ং আল্লাহ নিজ হাতে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পবিত্র রমজান মাসের শিক্ষা কে কাজে লাগিয়ে পরকালীন মুক্তির জন্য মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহবান জানান তিনি।