নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে নির্বাচনী প্রচারণায় হাজারের অধিক মোটর সাইকেল নিয়ে নিজ নির্বাচনী এলাকায় শোডাউন করছেন।

গতকাল শুক্রবার সাইনবোর্ড এলাকা হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ দিয়ে শিবু মার্কেট, ফতুল্লা পোস্ট অফিস, পঞ্চবটি হয়ে চাষাঢ়ায় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এসময় নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইন উদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া বক্তব্য রাখেন।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা দেশে হত্যা, খুন ও নৈরাজ্য সৃষ্টি করেছিলো। স্বৈরাচার শেখ হাসিনা দিল্লিতে বসে দেশে ফিরে আশার পরিকল্পনা করছে। তাদের বলতে চাই আগামীর বাংলাদেশে কোন সন্ত্রাসীদের স্থান হবে না। আগামীর দেশ হবে শান্তিপূর্ণ ও মানুষের অধিকার পূরনের একটি সম্মৃদ্ধ দেশ। সেই দেশে যারা সন্ত্রাসী ও মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করবে তাদেরকে এই দেশে থেকে বিতাড়িত করা হবে।

বক্তারা আরো বলেন, নির্বাচনের পূর্বে গণ ভোটের কথা বলেছি, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করার ঘোষণার মাধ্যমে পুরো জাতিকে হতাশ করেছে। কারণ নির্বাচনের দিন সকলে ভোট নিয়ে ব্যাস্ত থাকবে। সেদিন জুলাই গণঅভ্যুত্থানে যে শতশত ছাত্র-জনতা জীবন দিয়েছিল, সেই জীবনের যে ম্যান্ডেট সেটি ভূলুণ্ঠিত হবে। এখনও সময় আছে সুষ্ঠু নির্বাচনের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নতুন একটি বাংলাদেশ বিনির্মানের জন্য ব্যবস্থা করবেন। তার বলেন সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানি বাদ দিয়ে সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলব।

মোটরসাইকেল শোডাউনের কারণে সড়কে ভোগান্তির বিষয়টি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। জামায়াতে নেতৃবৃন্দ চাষাড়া থেকে গোগনগর হয়ে শীতলক্ষ্যা নদী পার হয়ে সদর-বন্দরে নির্বাচনী এলাকায় পৃথক শোডাউন শেষ করে লাংগলবন্দ বাজার হয়ে মদনপুর হাইওয়ে দিয়ে কাঁচপুর ব্রীজ পার হয়ে চিটাগাং রোড দিয়ে আদমজী রোড দিয়ে পাঠানটুলি হাজিগঞ্জ এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জেল সহকারি সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর কর্ম পরিষদ সদস্য মো. জাকির হোসাইন, এডভোকেট মাইন উদ্দিন মিয়া, মহানগরী শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আব্দুল মোমিন, জামায়াতে ইসলামীর থানা আমির সেক্রেটারি ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।