বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন- ইসলামী ছাত্রশিবির মেধাবী শির্ক্ষাথীদের দেশপ্রেমিক এবং সৎ নাগরিক হিসেবে গড়ে তুলে দুর্নীতি মুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে।

তিনি গতকাল শনিবার সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইসলামী ছাত্রশিবির বদরগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ২০২৫ সালের এসএসসি, দাখিল এবং সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সর্ংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে দুই’শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ছেলে-মেয়েদের মধ্যে উপহার প্রদান করা হয়।

ইসলামী ছাত্রশিবির বদরগঞ্জ উপজেলা শাখা সভাপতি মোজাহিদুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুজ্জামান কবির, উপজেলা নায়েবে আমীর শাহ্ মোহাম্মদ রোস্তম আলী, উপজেলা সেক্রেটারী মাওলানা মিনহাজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সেক্রেটারী সিফাত উল আলম, জেলা সেক্রেটারী মোহাম্মদ হামিদুর রহমান, জেলা দাওয়াহ ও মাদরাসা সেক্রেটারী আব্দুল্লাহ আল নোমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোজহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারী আব্দুল্লাহ আল অমান।

এসময় এটিএম আজাহারুল ইসলাম বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার। আজ এখানে ইসলামী ছাত্রশিবির মুসলিম অমুসলিম সকল ধর্মের মেধাবী শিক্ষার্থীদের সর্ংবধনা প্রদান করছে। এটা তারই নজির। তিনি বলেন আমাদের যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্য সীমান্ত জুড়ে নানা ধরনের মাদকের কারখানা স্থপন করেছে। এসব মোকাবেলা করে মেধাবীরা কৃতিত্ব রেখেছে। মেধাবীরাই পারে দেশ ও সমাজকে এগিয়ে নিতে। এজন্য উন্নত চরীত্র ও দেশপ্রেম নিয়ে মেধাবীদের সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, মানুষ আল্লাহর সৃষ্টির সেরা নিয়ামত। এই মেধাবী নেয়ামতকে সমাজ ও রাষ্ট্রের কল্যানে দেশ গড়ার কাজে ব্যবহার করতে হবে।

সমাবেশে এটিএম আজাহারুল ইসলাম বলেন, ধর্মভিরুতা ছাড়া কেউ সৎ থাকতে পারেনা। এ জন্য প্রত্যেক অভিভাবকের উচিৎ নিজেদের সন্তানদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। তিনি বলেন নষ্ট মেধাবীরা পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় আর ধার্মীক মেধাবীরা পিতা-মাতাসহ সমাজের কল্যান করে। ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থা এই উন্নত চরীত্রের শিক্ষা দেয়। আধুনিক সুখী সমৃদ্ধশালী সমাজ গড়তে তাই সন্তানদের আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষায় জীবন গড়ে তোলার শিক্ষা দিতে হবে।

এটিএম আজাহারুল ইসলাম এর আগে গতকাল সকালে উপজেলা চত্বরে জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব লিডারশিপ ট্রেনিং কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পরে বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজাহারুল ইসলাম বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর ডিগ্রী করেজে মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। জামায়াতে ইসলামী কুতুবপুর ইউনিয়নের আমীর অধ্যাপক আব্দুল মজিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক।