বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ঐক্য ছাড়া জাতি কোনদিন অগ্রসর হতে পারে না। স্বাধীনতা পরবর্তী এদেশে ক্ষমতাসীন দলগুলোর কেউ বাকশাল, কেউ স্বৈরশাসন আবার কেউ একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করেছে। এজন্য তারা বিরোধী দলমতকে দমন-নিপীড়নের পথ বেছে নিয়েছিল। ৫ আগস্ট পরবর্তী জাতি আর বিভাজনের রাজনীতি দেখতে চায় না।

গতকাল শনিবার ঢাকা-৬ সংসদীয় এলাকার ধূপখোলা মাঠে ড. আব্দুল মান্নান প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খেলাধুলা মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে, মাদক মেধা বিকাশে বাধা সৃষ্টি করে। সুস্থ জাতি গঠনে মাদক মুক্ত যুব সমাজ তৈরি জন্য খেলাধুলার বিকল্প নাই।

তিনি বলেন, যুবকরা সমাজ পরিবর্তনের হাতিয়ার। তাই যুব সমাজকে রাষ্ট্রের সম্পদে রূপান্তর করে একটি উন্নত ও শাক্তিশালী জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরা হবে। তিনি উপস্থিত যুব সমাজকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত এক নিরাপদ ও বাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।

ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান বলেন, যুব সমাজের জন্য আমাদের বার্তা আমরা মাদককে ‘না’ বলতে চাই। মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে যুব সমাজকেই ভূমিকা রাখতে হবে।

ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক কামরুল আহসান হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন দল কোতোয়ালি স্পোর্টিং ক্লাব এবং রানার্সআপ দল কবি নজরুল কলেজ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এদিকে হাজী এনায়েত উল্লাহ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার রাতে সম্পন্ন হয়। কামরাঙ্গীরচর পূর্ব থানা বনাম বংশাল দক্ষিণ থানার মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বংশাল দক্ষিণ থানা চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে কম্পিউটার এবং রানার্স আপ টিমকে একটি ফ্রিজ পুরস্কার দেওয়া হয়। ঢাকা-৭ আসন পরিচালক আব্দুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাজী এনায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ডাকসু’র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার-বংশাল জোন সহকারী পরিচালক আহসান উল্লাহ, লালবাগ-কামরাঙ্গীরচর জোন সহকারী পরিচালক ড. শামীমুল বারী, বংশাল দক্ষিণ থানা আমীর মাহবুবুর রহমান, চকবাজার দক্ষিণ থানা আমীর আনিসুর রহমান, লালবাগ পশ্চিম থানা আমীর আব্দুল ওহাব প্রমূখ।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও দক্ষিণ থানার উদ্যোগে শান্তিপুর ও গোড়ান বাজার এলাকাবাসীকে নিয়ে এক উঠান বৈঠক শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কবির আহমদ। বিশেষ অতিথি ছিলেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মুহাম্মদ শাহজাহান, খিলগাঁও দক্ষিণ থানার সাবেক আমীর আশরাফুল আলম ইমন, থানা কর্মপরিষদ সদস্য ইব্রাহিম হোসেন খান, থানা কর্মপরিষদ সদস্য যথাক্রমে জহিরুল হক সেলিম, মাহমুদ হাসান, ইসহাক মিয়া, আবিদুর রহমান ও সাইফুল ইসলাম সরোয়ার প্রমুখ।