দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দি পৌরসদরের মডেল মসজিদের অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী দাউদকান্দি ও মেঘনা অঞ্চলের দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা-নোয়াখালি অঞ্চলের সহকারী পরিচালক কাজি দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আলমগীর হোসেন।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল বারি, দাউদকান্দি উপজেলার সাবেক আমীর খন্দকার মাওলানা আবুল বাশার পীর সাহেব চখমখোলা, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মোল্লা নাজিম উদ্দিন, দাউদকান্দি উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুল, পৌর আমীর মাওলানা আবুল কাশেম প্রধানীয়া, মেঘনা উপজেলা আমীর লোকমান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।
সমাবেশে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রমের গতি বৃদ্ধি, দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় জোরদারসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবার অংশগ্রহণে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করতে হবে।