বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম নগরীতে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্রের দাপট জনজীবনকে চরমভাবে বিপর্যস্ত করে তুলেছে। শহীদ শরিফ উসমান হাদীর নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

গতকাল শুক্রবার সকাল ৭টায় দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত চকবাজার থানা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বর্তমান সমাজে ন্যায়বিচারহীনতা, অনৈতিকতা ও ক্ষমতার অপব্যবহার ভয়াবহ আকার ধারণ করেছে। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত হয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, শহীদ শরিফ উসমান হাদী ছিলেন একজন জুলাই আন্দোলনের অগ্রনায়ক। তার হত্যাকাণ্ড শুধু একটি পরিবার নয়, পুরো রাষ্ট্রকে ব্যথিত করেছে। এই হত্যার বিচার না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও গণমুখী সংগঠন।