“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুরের মিঠাপুকুর প্রোপার শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ জুন) মিঠাপুকুরে প্রোপার শাখার উদ্যোগে মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রোপার শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. অনিক ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি রওনক আলমসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় বক্তৃতায়।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় ও সবুজ বাংলাদেশ গড়তে ছাত্রশিবিরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।