জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম দীর্ঘ ১৩ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে শাহবাগে জামায়াতের সমাবেশে সরাসরি যুক্ত হন তিনি।
বুধবার (২৮ মে) সকাল সোয়া ৯টার দিকে বাংলাদেশ মেডিকেলের প্রিজন সেল থেকে মুক্তি দেওয়া হয় তাকে।
সমাবেশ যুক্ত হয়ে এটিএম আজহারুল বলেন, ১৪ বছর পর আজকে সকালে আমি কারাগার থেকে মুক্তি পেলাম। আমি আজ স্বাধীন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।
তিনি আরও বলেন, আগের সরকারের সময় আপনারা জানেন কীভাবে আমাদের ভাইকে হত্যাকান্ড করে দুনিয়া থেকে বিদায় করছে। এবং ধন্যবাদ জানাই ৩৬ জুলাইয়ের মহানায়কদের। যাদের আন্দোলনের অক্লান্ত পরিশ্রমের স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছিল।
এটিএম আজহার বলেন, সাধুবাদ বা ধন্যবাদ জানাই ছাত্র সমাজকে। যারা দীর্ঘ সাড়ে চোদ্দ থেকে পনেরো বছরের ফ্যাসিস্ট এবং জুলুমবাজ সরকার থেকে নতুন একটা বাংলাদেশ উপহার দিয়েছে।