বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোবারক হোসাইন আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে দলে দলে যোগদানের আহ্বান জানিয়ে বলেছেন, ব্যাপক লোক সমাগমের মাধ্যমে সে দিন ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হবে।

WhatsApp Image 2025-07-05 at 23.02.35_603cd327

শনিবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর পশ্চিম থানার উদ্যোগে সূচনা কমিউনিটি সেন্টার ১৯ শে জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিশাল দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর পশ্চিম থানা আমীর মাসুদুজ্জামান। উপস্থিত ছিলেন ডাক্তার শফিউর রহমান, আব্দুল ওয়াজেদ কিরন, এডভোকেট আজহার মুন্সী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারি রবিউল ইসলাম রুবেল।

সমাবেশ শেষে বিশাল মিছিল সূচনা কমিটির সেন্টার থেকে শুরু করে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে গিয়ে শেষ হয়।