কুমিল্লা
ইনকিলাব মঞ্চ কুমিল্লা জেলার উদ্যোগে ২৪-এর জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০ মার্চ, শুক্রবার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনকিলাব মঞ্চ কুমিল্লার আহ্বায়ক গোলাম মুহাম্মাদ সামদানী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের লাইভ গভর্নর ও গোমতী হাসপাতালের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা চেম্বার অব কমার্সের সদস্য মিয়া মোহাম্মদ তৌফিক এবং গোমতী সংবাদ-এর সম্পাদক মোবারক হোসেন।
জুলাই বিপ্লবের স্মৃতি স্মরণে
প্রধান অতিথি ডা. মজিবুর রহমান তার বক্তব্যে ২৪ এর জুলাই বিপ্লবের শহীদদের বীরত্বের কথা স্মরণ করেন। তিনি শহীদদের আত্মত্যাগের মাধ্যমে যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশের সূচনা হয়েছিল, সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বের কথা বলেন। তিনি বলেন, “শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ গণতন্ত্রের আলো দেখতে পাচ্ছি। তাদের সাহসিকতা জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চ যে নিরলসভাবে এই স্মৃতিগুলো ধরে রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে কাতর কণ্ঠে দোয়া করেন।
গোপালপুর (টাঙ্গাইল)
সাজানপুর হাই স্কুল মাঠে মাহে রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা (২১ মার্চ) শুক্রবার ইউনিয়ন জামায়াতের আমীর ওসমান গনির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি টাঙ্গাইল-২ ( গোপালপুর-ভূয়াপুর) জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার জামায়াত আমীর হাবিবুর রহমান।এছারা আরো উপস্থিত ছিলেন উপজেলার সেক্রেটারি ইদ্রিস হোসেন, সাংগঠনিক সম্পাদক ওবাইদুল্লাহ, ফরহাদ হোসেন প্রমূখ।
পঞ্চগড়
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন রাজনীতি কোন ব্যবসা নয়। রাজনীতি কোন ব্যবসার হাতিয়ার নয়। যদি দেখেন আমাদের দলের কেউ আমাদের রাজনীতিকে ব্যবসায় পরিণত করছে সেই ব্যবসা আমরা বন্ধ করে দেবো।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় মিনা বাজার কমিউনিটি সেন্টারে পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক দুর্নীতি ছিলো। আপনারা নেতাকর্মীরা যখন রাস্ট্রের স্বার্থের থেকে ব্যাক্তিগত স্বার্থকে গুরুত্ব দিচ্ছেন তাকেই রাজনৈতিক দুর্নীতি বলা হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন আমরা দেখেছি। তিনি আমাদের আদর্শ। আমরা দেখেছি কতোটা সৎ জীবন যাপন করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা তার প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলের সদস্য। তার সততার ব্যাপারে কেউ কোন প্রশ্ন তুলতে পারেনি। আমরা তার উত্তর সুরী।
সেই নেতার উত্তর সুরী হওয়ার পরেও গত আগষ্টের পরে বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় ব্যক্তিগত স্বার্থে যে দুর্নাম অর্জন করেছেন তা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক।
শ্রমিক কল্যাণ ফেডারেশন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, পরিবহন সেক্টরে আর কোনো নতুন চাঁদাবাজ ও দখলদারদের উত্থান শ্রমিকরা মেনে নিবে না। তাদের কাছে শ্রমিকরা আর জিম্মি হবে না।
তিনি আজ চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে সিএনজি, অটোরিক্সা ও অটোটেম্পু সেক্টরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেক্টর সভাপতি বশির আহমাদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ-এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সহ-সাধারণ সম্পাদক এম আসাদুল্লাহ আদিল ও ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম।
এস এম লুৎফর রহমান বলেন, আওয়ামী সরকার পরিবহনে ভয়াবহ নৈরাজ্য কায়েম করেছিল। রাজনৈতিক ফায়দা লুটার জন্য জনগণকে জিম্মি করেছে অহরহ। তাদের ইশারায় ঘোষণা ছাড়াই পরিবহন ধর্মঘট ডেকে জনগণকে দুর্ভোগে ফেলতো। বিনিময়ে আওয়ামী সরকার পরিবহন সেক্টরের দোসরদের সারাদেশে বাসস্টান্ড, টেম্পু স্টান্ড দখল করে অবাধে চাঁদাবাজি করার সুযোগ দিয়েছিল। শ্রমিকদের কাছ অবৈধভাবে কোটি কোটি টাকা চাঁদা তুলে বিদেশে পাচার করা হয়েছে। আজকে গণমাধ্যমে উঠে আসছে পলাতক চাঁদাবাজদের জায়গায় একদল নতুন চাঁদাবাজদের আগমন ঘটছে। আমরা স্পষ্টভাষায় নতুন চাঁদাবাজদের জানিয়ে দিতে চাই জুলাই বিপ্লবের পর এই দেশে আর নতুন কোনো চাঁদাবাজ ও দখলদারদের মেনে নেওয়া হবে না। আপনারা সময় থাকতে সাবধান হোন। নিজেদের অপকর্ম বন্ধ করুন। অন্যথায় দেশের মানুষ যেভাবে আওয়ামী চাঁদাবাজদের বিতাড়িত করেছে একই কায়দায় আপনাদেরকেও দেশ ছাড়তে বাধ্য করবে। রমযানের শিক্ষা নিয়ে দেড় গড়তে হবে। প্রেস বিজ্ঞপ্তি।
সাদুল্লাপুর
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া ও মধ্য নিজপাড়া গ্রামবাসীদের আয়োজনে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার আমবাগান গার্লস হাই স্কুল মাঠে এ গণইফতারের আয়োজন করা হয়।
এতে প্রায় আট হাজারের অধিক লোক অংশগ্রহণ করে। দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন সর্বস্তরের জনগণ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনীতি নেতৃবৃন্দ ও সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীগন।
আয়োজক কমিটির হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, হিংগারপাড়া উচ্চ বিদ্যালয় এ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ মিলন, সাবেক ইউপি সদস্য মজিদুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এই রমযানেও সকলের সার্বিক সহযোগিতায় দল মতের ভেদা ভেদ ভুলে গিয়ে গণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ইফতারের ফলে আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদীর্ঘ মজবুত হবে। আগামীতে সকল ভেদাভেদ ভুলে আবারও যাতে সকলের সহযোগিতায় গণ ইফতারের আয়োজন করতে পারি এ জন্য সকলের দোয়া কামনা করছি।
তিতাস (কুমিল্লা)
কুমিল্লার তিতাসে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র তিনটি ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মজিদপুর ইউনিয়নের ৬নং ও বলরামপুর ইউনিয়নের ৭নং এবং ভিটিকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (২১মার্চ) মজিদপুর, বলরামপুর, ও ভিটিকান্দি ইউনিয়নের তিন ওয়ার্ডের উদ্যোগে তিনটি ইউনিয়নে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে দডিকান্দি বায়তুল মামুর জামে মসজিদের ইমাম আলহাজ্ব আব্দুল আজিজ মোল্লা ও বলরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা হাতির জিল থানা পশ্চিমের সাহিত্য সংস্কৃতিক বিভাগের পরিচালক কবি সুমন রায়হান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা শাখা’র আমীর, জেলা কর্ম পরিষদ সদস্য, ও কুমিল্লা-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী মোঃ মনিরুজ্জামান বাহলুল। আরেক দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আয়োজিত ইফতার মাহফিলে বীর মুক্তিযোদ্ধা আকিল আহম্মেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নির্বাহী সদস্য ও আই-বি-ডব্লিউ-এফ এর তিতাস শাখার সভাপতি মুহাম্মদ ছবির হোসেন।
বান্দরবান
গত ২২ মার্চ শনিবার সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর উদ্যোগে শাহ জব্বারিয়া এবতেদায়ী মাদরাসায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাংগু থানা সেক্রেটারি এডভোকেট মো. ইলিয়াছ, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আমীর সাংবাদিক আবুল বশর ছিদ্দিকী, থানা টীম সদস্য কাজী এয়ার মোহাম্মদ, ইউনিয়ন সেক্রেটারি আবুল বশর জিহাদী।
একইদিন ধর্মপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। থানা আমীর মাষ্টার সিরাজুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া (সাংগু) থানা শাখার ধর্মপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গত ২১শে মার্চ শাখা সভাপতি মুজিবুর রহমান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে জামায়াত মনোনিত সম্ভাব্য প্রার্থী ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন সাংগু থানা সেক্রেটারি এড. মো. ইলিয়াছ। এতে প্রায় পাঁচ শতাধিক রোজাদার উপস্থিত ছিলেন।
নরসিংদী
বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী থানা শাখা, নরসিংদী জেলা শনিবার গণ টি এস ও ইফতার মাহফিল এর আয়োজন করে। নরসিংদী প্রেসক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও নরসিংদী জেলা শাখার আমীর মাওলানা মুছলেহুদীন । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, পেশাজীবী নরসিংদী থানা শাখার সহ সভাপতি এডভোকেট আবুল কাশেম, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী নরসিংদী থানা শাখার সেক্রেটারি আবুল আ’লা মো: তালিবুল মাওলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যাংক শাখা ২ এর সভাপতি মাওলানা মো: মনিরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যাংক শাখা ১ এর সভাপতি প্রফেসর মো: সাইফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী পেশাজীবী নরসিংদী থানা শাখার সভাপতি ও জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মো: ইব্রাহিম ভূঞা। প্রধান অতিথি মাওলানা মুছলেহুদীন বলেন, রোজা আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়, তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। কারো মাঝে আল্লাহর ভয় সৃষ্টি সে কোন অপরাধ করবে না, করতে পারে না। প্রতিটি মানুষের মাঝে আল্লাহর ভয় সৃষ্টি হলে সকল প্রকার অন্যায় অপরাধ এ সমাজ থেকে উঠে যাবে। আসুন আমরা আল্লাহকে ভয় করি। তাহলে আমাদের সমাজ ও দেশ থেকে সকল প্রকার অন্যায়, অপরাধ, জুলুম,অত্যাচার, নির্যাতন, উঠে যাবে ইনশাল্লাহ।
তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় তালা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার পার্টির আয়োজন করা হয়।
শনিবার ২২ মার্চ বিকাল ৪ ঘটিকায় তালা উপজেলা সম্মেলন কেন্দ্রের হল রুমে তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠুর পরিচালনায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।তিনি বলেন তালা উপজেলার অবহেলিত জনপদকে সৌন্দর্যমন্ডিত করার এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলাম সাতক্ষীরা জেলার নায়েবে আমীর ডাক্তার মাহমুদুল হক। তিনি বলেন সৎ প্রশাসক, সৎ সাংবাদিক একটা জাতির জন্য বিশেষ উপাদান।যখন বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন এর পরিবর্তে অন্যদিকে নিয়ে যাবে তখন দেশের অমঙ্গল বয়ে আসবে। সকল সাংবাদিকদের নিজ নিজ জায়গায় অবস্থান করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক। তিনি বলেন এই সেই রমযান মাস যে মাসে কুরআন নাযিল করা হয়েছে।ভালো কাজ করতে হবে, সত্য কথা বলা, মানুষকে ফাঁকি না দেওয়া।
নেত্রকোনা
উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে স্থানীয় সালতি কনভেনশন সেন্টারে মাহে রমযানের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা ২২ মার্চ অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জমিয়তের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি তাহের কাসিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য কারা নির্যাতিত মাজলুম আলেমেদ্বীন মাওলানা মফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমী, নেত্রকোনা এন. আকন্দ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাতেন, নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মতিন, ইসলামী ঐক্যজোটের নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবু সায়েম খান, খেলাফত আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী আব্দুর রহিম, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান, জামায়াতে ইসলাম বাংলাদেশের মাওলানা নুরুল্লাহ, জেলা জমিয়তের সহ-সভাপতি এ.বি.এম.আব্দুল হাদী ফারাজী।
গোপালপুর (টাঙ্গাইল)
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল ভূঞাপুর উপজেলার রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২২ মার্চ) ভূঞাপুর,গোবিন্দাসী ইউনিয়নে আসর নামাজ পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় রমযানের গুরুত্ব সম্পর্কে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, টাংগাইল জেলা সেক্রেটারি ও ( গোপালপুর-ভূঞাপুর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন উপজেলা আমীর মোঃ আব্দুল্লাহ আল মামুন।
মুরাদনগর (কুমিল্লা)
বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র জনতা বাঙ্গরা বাজার থানা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) কুমিল্লার মুরাদনগর উপজেলা ২নং আকুবপুর ইউনিয়ন আকুবপুর গ্রামের আমতলী মার্কেট জাতীয় নাগরিক কমিটির অফিসের মাঠ প্রাঙ্গণে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র জনতা বাঙ্গরা বাজার থানা উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক কমিটির বাঙ্গরা বাজার সভাপতি কামরুল হাসান কেনাল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ শফিকুল রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুরাদনগর উপজেলা শাখা উপদেষ্টা আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার। উক্ত অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্যে রাখেন জাতীয় নাগরিক পাটির বাঙ্গরা বাজার থানা শাখা সাংগঠনিক সম্পাদক শাহিন খান, জেলা সদস্য মোঃ কামাল উদ্দিন সরকার, জাহের মুন্সী, বাঙ্গরা ইউপি’র সভাপাতি শেখ আলমগীর হোসেনসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
সিংড়া (নাটোর)
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ শাখার আয়োজনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে কলেজ প্রাঙ্গণে এ ইফতার অনুষ্ঠিত হয়।
কলেজ শিবিরের সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাসিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সালাহউদ্দিন আইয়ুবী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক ইসাহক আলী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কুতুবুল আলম, উপজেলা শিবিরের সাবেক সভাপতি তোহা শেখ, সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা শিবিরের সভাপতি ইমরান ফরহাদ ও সেক্রেটারি আল-আমিন প্রমুখ।
বরিশাল
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বরিশাল বন্দর থানার উদ্যোগে পবিত্র মাহে রমযানের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। আজ ২২শে মার্চ শনিবার সাহেবের হাট সিনিয়র ফাজিল মাদরাসার মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি এবং প্রধান বক্তা হবে হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম।
বন্দর থানা সভাপতি আব্দুল্লাহ আল জাবেদের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি খাইরুল ইসলাম মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সাবেক মহানগর সভাপতি বায়জীদ বোস্তামী, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার।
রায়পুরা (নরসিংদী)
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চরসুবুদ্ধি ইউনিয়ন শাখার উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২২ মার্চ) বিকেলে উপজেলার চরসুবুদ্ধি ফজিল মাদরাসা মাঠে আয়োজিত ইফতার মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়পুরা সদর থানার আমীর ও নরসিংদী -৫ (রায়পুরা) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলম,
বাংলাদেশ জামায়াতে ইসলামী চরসুবুদ্ধি শাখার আমীর সোহরাব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রায়পুরা পশ্চিম শাখার আমীর অধ্যাপক মাওলানা আদিল ভূঞা, রায়পুরা পশ্চিম শাখার কর্মপরিষদ সদস্য ডা. তারেক আহমেদ, দৈনিক সংগ্রামের রায়পুরা উপজেলা প্রতিনিধি একে এম রেজাউল করিম, এন টিভির রায়পুরা - শিবপুর অনলাইন প্রতিনিধি ফরহাদ আলম প্রমূখ। বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি, সামাজিক ন্যায়বিচার ও ইসলামের নির্দেশিত পথ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সমাজে শান্তি, ন্যায়বিচার প্রতিষ্ঠায় কুরআনের সমাজ ব্যবস্থ কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান । শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আদমদীঘি (বগুড়া)
বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইসলামিক আজিস্ট গ্রুপের সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাকিম তালুকদার মুক্তা, মহসিন আলী টুকু প্রমুখ।
রামপাল (বাগেরহাট)
রামপালে ১৬ বছর পরে প্রকাশ্যে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও রাজনীতিবিদদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকাল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মল্লিক আ. হাই। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইন-চার্জ মো. সেলিম রেজা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য এ্যাডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ, ফয়লাহাট আছিয়া কারামতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শরীফ আ. কাদির, শরাফপুর কারামতিয়া ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলান শেখ অলিউর রহমান, গোবিন্দপুর এজেএস ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, ফয়লাহাট জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মজনুর রহমান, উপজেলা খেলাফত মজলিশের আমীর মো. জুলফিকার আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আসাদুজ্জামান, জাতীয় নাগরিক কমিটির নেতা বাগেরহাট জেলার মো. আল আমিন শেখ, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক খালিদ হাসান নোমান প্রমুখ।আলোচনা সভায় বক্তাগণ বলেন, কোন অশুভ শক্তি যেন আবার ফ্যাসিবাদ সৃষ্টি করতে না পারে সে জন্য সবাাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই কাধে কাধ মিলিয়ে দেশের জন্য কাজ করতে হবে। কেউ যেন কোন অপকর্মের সুযোগ করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি কামনা ও মজলুম ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করা হয়। ইফতার মাহফিলে সাংবাদিক, প্রশাসনের কর্তা ব্যাক্তি, বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়ন পর্যয়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
তিতাস (কুমিল্লা)
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড বন্দরামপুর এর আয়োজনে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ২৩(মার্চ)বিকাল ৪ ঘটিকায় উপজেলার কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রামের খাঁন বাড়ি সংলগ্ন বালুর মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা কর্মপরিষদ সদস্য ও দাউদকান্দি উপজেলা আমীর কুমিল্লা-১ দাউদকান্দি-তিতাস জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী’র মনোনীত এমপি প্রার্থী মনিরুজ্জামান বাহলুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সালাউদ্দিন সরকার,উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা তফাজ্জল হোসাইন,জেলা নির্বাহী সদস্য, আই-বি-ডব্লিউ এফ এর তিতাস উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ছবির হোসাইন,উপজেলা কর্মপরিষদের সদস্য ও কড়িকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো.ওসমান গণি,সেক্রেটারি মনির হোসাইন।
কড়িকান্দি ইউনিয়ন ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ডাঃ মো.শাহাবুদ্দিন এর সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ডা. সাইফুল ইসলাম নাজমুল এর সঞ্চালনায় ইফতার মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ছাত্রশিবির সাবেক সেক্রেটারি মহিউদ্দিন খান মহিন। এসময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোশাররফ হোসেন মুন্সী,জিয়ারকান্দি ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু ইউসুফ,ডাঃ সুমন ভূইয়া প্রমূখ।
আমতলী (বরগুনা)
পবিত্র রমযান উপলক্ষে আমতলী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে ইফতার মাহফিল ও দশম গ্রেড সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ শে মার্চ শনিবার বিকালে আমতলী এম ইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আমতলী উপজেলার সভাপতি মো, জাহিদ হোসেন লিটন এর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো, শফিকুল আলম। উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মো, তারিকুল ইসলাম টারজান। বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো,দেলোয়ার হোসেন আমতলী এম ইউ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম, চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক মো,মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো,লোকমান হাকিম আমতলী প্রেসক্লাবের সভাপতি মো, রেজাউল করিম, সহ- সভাপতি এস এম নাসির মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম সাইদ খোকন সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।