১৭ বছর পর দেশে ফিরে পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত সংবর্ধনা মঞ্চে বক্তব্য শেষে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটের দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। তবে হাসপাতালের ভিতরে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে কেমন দেখলেন তা জানা সম্ভব হয়নি।
এর আগে বিকাল ৩টা ৪৮ মিনিটে গণসংবর্ধনার মঞ্চে বক্তব্য শুরু করেন তারেক রহমান। সাদা শার্ট কালো প্যান্ট পরিহিত তারেক রহমান স্টেজে পৌঁছে হাত নেড়ে নেতাকর্মীদের স্বাগত জানান। এ সময় তাকে একনজর দেখতে সড়কের দুই পাশে লাখ লাখ নেতাকর্মী জড়ো হন।