আলীকদম (বান্দরবান) সংবাদদাতা : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ নং আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ আবুল কালামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে আলীকদমে। উপজেলা জামায়াতের আয়োজনে শনিবার (৬ ডিসেম্বর) আলীকদম বাজার, বাগান পাড়া, নয়াপাড়া, চিনারী বাজার ও রেপারপাড়ি বাজারে এসব পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে উপজেলার রূপমুহুরী রিসোর্টে জামায়াতের মহিলা সমাবেশেও তিনি বক্তব্য রাখেন।
পরিসংখ্যানে জামায়াতের জোট রাষ্ট্র ক্ষমতায় যাবে: এ্যাডভোকেট আবুল কালাম শনিবার বিকেলে আলীকদম বাজারে অনুষ্ঠিত পথসভায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ আবুল কালাম তাঁর বক্তব্যে আগামী নির্বাচনের মাধ্যমে একটি ইসলামী সাম্যের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় যাবে কিনা, সে ব্যাপারে কিছু মানুষের মাঝে দ্বিধা-দ্বন্দ আছে। তবে আমেরিকার একটি জরিপ সংস্থা লাখ লাখ মানুষের মতামত নিয়ে যে জরিপ প্রকাশ করেছে, তাতে দেখা যায় জামায়াত ২৯% জনমত নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। আর যে দল ইতোমধ্যে রাষ্ট্রক্ষমতা দখল করে ফেলেছে বলে স্বপ্ন দেখে, তাদের অবস্থান ৩৩%। জামায়াতের সঙ্গে জনপ্রিয় সমমনা ৮টি ইসলামী দল জোটবদ্ধ হয়েছে। তাদের মিলিত ভোটের পার্সেন্ট ৪০% ভাগে উন্নীত হবে। এই পরিসংখ্যানে বুঝা যায়, জামায়াতের জোট রাষ্ট্র ক্ষমতায় যাবে।
তিনি ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অ্যাডভোকেট মোঃ আবুল কালাম আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে চায়, সন্ত্রাস করতে চায়, ভয় দেখাতে চায়, জনগণ তা প্রতিরোধ করবে।”
পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন।
শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) তিনি সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী গণসংযোগ চালান। এ সময় তিনি স্থানীয় জনগণের খোঁজখবর নেন, উন্নয়ন ও সমস্যা নিয়ে কথা বলেন এবং দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগ চলাকালে অধ্যক্ষ লেবু বলেন, “জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতি-দুঃশাসনমুক্ত শান্তিপূর্ণ সমাজ গঠন এবং উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ন্যায় ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন।”
এ সময়জ সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এরশাদুল হক ইমন ও সেক্রেটারি সিরাজুল ইসলামসহ দলের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
সিংড়া (নাটোর) : গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় সিংড়া উপজেলা পরিষদ মসজিদ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া, রামপুর, চামারী, রোধী, মহিষমারী ও বিলদহর বাজারে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, সেক্রেটারি শাহ্ মোস্তফা ওয়ালিউল্লাহ্ সেলিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মানজারুল ইসলাম, অর্থ সম্পাদক আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, পৌর সভাপতি মাওলানা সোহাইল হুসাইন, অর্থ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, পৌর সভাপতি মাওলানা জাকারিয়া হোসাইন, উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুফতি আব্দুর রহমানসহ নেতৃবৃন্দ। গণসংযোগকালে ভোটারদের কাছে হাতপাখার ভোট প্রার্থনা করেন মাওলানা খলিলুর রহমান।
গৌরনদী : বরিশাল ১- আসনের গৌরনদী উপজেলা জামায়াতে ইসলামীর বাটাজোর ইউনিয়ন নির্বাচনী আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বাটাজোর ইউনিয়ন জামায়াতের আমীর মো: রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে বাটাজোর লক্ষণ কাঠি বাজারে অফিস উদ্বোধন করেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ বায়েজিদ শরীফ, বক্তব্য রাখেন, সাংবাদিক মোহাম্মদ হানিফ সরদার, উপজেলা বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন মীর, উপস্থিত ছিলেন, ইউনিয়ান সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোঃ রাসেল বেপারী, ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ আবুল হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ মাসুম হাওলাদার প্রমুখ।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা থানা জামায়াত আয়োজিত বিশাল মহিলা সমাবেশে জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রুহুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে সবার আগে মহিলাদের মর্যাদা নিশ্চিত করবে। কারণ একমাত্র ইসলামই মহিলাদের সন্মানের আসনে সমাসীন করেছে। আজ এক শ্রেণীর মানুষ মহিলাদের ভুল বুঝাবার চেষ্টা করছে। তিনি বলেন- শুধুমাত্র রাজনীতি করার অপরাধে আমাদের ৫৫০ জন ভাই বোন ও ছাত্রকে আওয়ামী লীগ হত্যা করেছে। অসংখ্য ছাত্রকে তারা গুম করেছে। তিনি বলেন, এই নির্বাচন শুধু আমরা বিজয়ী হওয়ার জন্য করছি না বরং এই নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশে ইসলামের রাজ কায়েমের মধ্য দিয়ে জুলুম নির্যাতনের অবসান হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী পরিচালক জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের।সভায় আরো বক্তব্য রাখেন, দর্শনা সাংগঠনিক থানা শাখার আমীর মাওলানা রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন দর্শনা পৌর শাখার আমীর সাহিকুল আলম অপু, থানা সহকারী সেক্রেটারি মাজহারুল ইসলাম ও জাহিদুল ইসলাম এবং পৌর শাখার সেক্রেটারি শাহরিয়ার আলম দবির। অনুষ্ঠানে প্রায় ১০ সহস্রাধিক মহিলা নেতা-কর্মী অংশ গ্রহন করে।
ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ডাকবাংলা বাজারে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমীর আলী আজম মোঃ আবু বকর।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম ও জনাব কাজী ছগির আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. মাওলানা হাবিবুর রহমান, তামান্না গ্রুপের এমডি আসাদুল হক মামুন, সদর উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ আলমগীর হুসাইন, সাগান্না ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত আমীর মোঃ ইউনুচ আলী এবং সেক্রেটারি ফিরোজ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন ১নং সাধুহাটি ইউনিয়ন সেক্রেটারি আলম মিয়া।
খোকসা (কুষ্টিয়া) : কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোঃ আফজাল হোসেনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪ টায় ) খোকসা বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী গণমিছিল ও সমাবেশে উপচে পড়া জনতার সমাগমে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান আর উচ্ছ্বাসে বাজার এলাকা মুখরিত হয়ে পড়ে।
স্থানীয়দের মতে, এত বিশাল স্বতঃস্ফূর্ত উপস্থিতি নির্বাচনে আফজাল হোসেনের শক্ত অবস্থান ও সম্ভাব্য অগ্রগতি নির্দেশ করে।
জামায়াতে ইসলামী খোকসা উপজেলার উদ্যোগে আয়োজিত এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মনোনীত প্রার্থী মোঃ আফজাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, কুমারখালী উপজেলা আমীর আফতাব উদ্দিন, খোকসা উপজেলা আমীর নজরুল ইসলাম, নায়েবে আমীর হাফেজ মাওলানা মুর্শিদ আলম, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ আইনুদ্দিন, উলামা বিভাগের সভাপতি মাওলানা মতিউর রহমান নাটোরী, সেক্রেটারি শেখ সাইদুল ইসলাম সাঈদ, যুব বিভাগের সভাপতি আশরাফুল ইসলাম সাগর, সেক্রেটারি আজাদ আহমেদ, সদ্য নির্বাচিত ডাকসু সদস্য হাফেজ তাজিনুর রহমান প্রমুখ।