বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লবের পর থেকে জামায়াত ইসলামি বাংলাদেশে যে ইতিবাচক রাজনীতির সূচনা করেছে তা জনগণ গ্রহণ করেছে। আগামী নির্বাচনে জামায়াত ইসলামির প্রার্থীদের বিজয় করার মাধ্যমে তার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ।

তিনি গতকাল শুক্রবার রাতে স্থানীয় মাদ্রাসা মাঠে সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে কেন্দ্র ও পাড়া কমিটির দায়িত্বশীল সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি শিবলী নোমানের সভাপতিত্বে ও পৌরসভা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত দায়িত্বশীল সমাবেশে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা কর্ম পরিষদ সদস্য ও সাতকানিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া পৌরসভা আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, তামাকুসন্ডি লেন বণিক সমিতির উপদেষ্টা জামাল আহমদ, সভাপতি সরওয়ার কামাল, সহ-সভাপতি সেলিম উদ্দিন, সাতকানিয়া পৌর জামায়াতের সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম ও এসিস্ট্যান্ট সেক্রেটারি আনিসুল ইসলাম।

শাহজাহান চৌধুরীর আরো বলেন,বিগত ১৮ বছরে শেখ হাসিনা ও তার বোন রেহানা মিলে বাংলাদেশকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ আমাদেরকে জেলে দিয়েছে, হামলা করেছে, ফাঁসি দিয়েছে তারপরেও আমরা দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আওয়ামী লীগ সমঝোতার প্রস্তাব দিয়েছিলো, পসই প্রস্তাব প্রত্যাখ্যান করে আজীবন কারাগারে বন্দি ছিলেন। আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকেও আওয়ামী লীগের সাথে মিলেমিশে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছিল, পসই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি ফাঁসির রশিতে ঝুলেছেন,তারপরেও জালেমদের সাথে আপোষ করেননি। তিনি আগামীতে ইসলামপন্থীদের ক্ষমতায় আনার জন্য সকলকে কাজ করার আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেন,আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। সেই সংগ্রামের অংশ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরীর পক্ষে গণজোয়ার তৈরি করে তার বিজয় নিশ্চিত করতে হবে।