রাজধানীতে নির্বাচনি প্রচারণার উত্তাপের মধ্যে এক অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার বেলা ১১টার দিকে শান্তিনগরস্থ হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় তার ওপর এই হামলার ঘটনা ঘটে। নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ অনুযায়ী, ছাত্রদলের নামধারী একদল সন্ত্রাসী তার ওপর এই অতর্কিত হামলা চালায় এবং তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এর প্রতিবাদে পাটওয়ারী তার সমর্থকদের নিয়ে শান্তিনগর মোড়ে অবস্থান গ্রহণ করেন। এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।
তিনি যখন কলেজ প্রাঙ্গণে পৌঁছান, তখন ছাত্রদলের পরিচয় দিয়ে একদল যুবক তার পথরোধ করে এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে পচা ডিম ছোড়া হয়।
প্রার্থীর ওপর এমন নজিরবিহীন হামলার খবর ছড়িয়ে পড়লে শান্তিনগর ও এর আশেপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শান্তিনগর মোড়ে অবস্থান নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন যে গণতান্ত্রিক দেশে নির্বাচনি প্রচারণার সময় প্রার্থীর ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি এই ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিহিংসাকে দায়ী করেছেন এবং নির্বাচন কমিশনের কাছে দ্রুত বিচার দাবি করেছেন। অন্যদিকে ছাত্রদলের স্থানীয় কোনো নেতার পক্ষ থেকে এখনো এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় কলেজে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বর্তমানে শান্তিনগর এলাকায় যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও পরিস্থিতি থমথমে বিরাজ করছে।