গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “যাদের আত্মত্যাগে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে, তাদের স্মৃতি চিরকাল জাতির হৃদয়ে সংরক্ষিত থাকা উচিত।”
গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতি উদ্যান’ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি সেখানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে যান।
উপদেষ্টা বলেন, “জুলাই মাসে শহিদ, আহত ও অংশগ্রহণকারী যারা ছিলেন তাদের অবদান অনস্বীকার্য। তাদের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। এটি নিয়ে কোনো বিতর্ক নেই। তাই তাদের স্মৃতি আমাদের চিরকাল ধারণ করতে হবে। শুধু বর্তমান সরকারই নয়, পরবর্তী সব সরকারকেই তাদের সম্মান করতে হবে। দেশের জনগণ সেটাই প্রত্যাশা করে।”
স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, “চট্টগ্রামে একটি স্মৃতিস্তম্ভ হওয়াটা অত্যাবশ্যক। শহিদদের নামানুসারে যে পার্কটি রয়েছে, সেটির মাঝখানে স্মৃতিস্তম্ভ স্থাপনের প্রস্তাব এসেছে। এখন একটি সুন্দর ও অর্থবহ নকশা তৈরি করে তা বাস্তবায়নের চিন্তা করছি।”
তিনি আরও জানান, “এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাদের মতামত নেওয়া হবে। তাদের সঙ্গে পরামর্শ করে এমন এক জায়গায় স্মৃতিস্তম্ভ স্থাপন করতে চাই, যা চট্টগ্রামের শহিদদের স্মৃতিকে অম্লান রাখবে।”
পরিদর্শনকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।