বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম শুক্রবার (৪ জুলাই) রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন।

সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবরস্থানে পৌঁছান এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত করেন তাঁরা।

এ সময় নেতারা শহীদ আবু সাইদের আত্মত্যাগ ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং বলেন, “এই শহীদের রক্ত বৃথা যাবে না। ইসলামী আদর্শে প্রতিষ্ঠিত একটি ন্যায়ভিত্তিক সমাজই তাঁর রক্তের প্রকৃত মূল্যায়ন হবে।”

জিয়ারতকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, রংপুর মহানগর ও জেলা শাখার নেতাকর্মীরা।