বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হলো “আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫"।

১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টা থেকে D-Box Sports Complex মাঠে ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সেক্রেটারি মোঃ শান্ত তালুকদারের সঞ্চালনায় টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট পরিচালক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্হাপনা সম্পাদক সাইদুল ইসলাম । এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখার সাবেক সভাপতি মহিনউদ্দীন ও আব্দুর রহিম এবং শাখার অন্যান্য সেক্রেটারিয়েটবৃন্দ।

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫”-এ NSU, IUB, EWU, AUST, BRACU, UIU, DIU, AIUB, BUFT, WUB, MIU, Daffodil সহ ৩০টি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মোট ৪৪টি দল টুর্নামেন্টে অংশগ্রহন করেন। বিজয়ী দলের মধ্যে “টিম সি” বনাম “টিম আইইউবি” কে রানার্স-আপ ও চ্যাম্পিয়ন হিসেবে নগদ অর্থ প্রদান যথাক্রমে ৩,০০০ টাকা ও ৫,০০০ টাকা সহ মেডেল ও পুরস্কার বিতরণের মাধ্যমে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, বিজয়ের ৫৫ বছরে পদার্পন করা সত্ত্বেও আধিপত্যবাদের করালগ্রাস থেকে প্রকৃতপক্ষে আমরা বিজয় অর্জন করতে পারিনি। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্হাপনা সম্পাদক সাইদুল ইসলাম। টুর্নামেন্ট পরিচালক ও অনুষ্ঠানের সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি মো: রেজাউল করিম।

শহীদ পরিবারের সদস্য, আহত এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে প্রাণবন্ত আয়োজনে সুশৃঙ্খলভাবে প্রোগ্রামের সমাপ্তি হয়।