বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের তৈরি মিথ্যা বয়ানের রাজনীতির সমাপ্তি ঘটেছে।”
তিনি আক্ষেপ করে বলেন, “নতুন প্রজন্ম সেই পুরোনো আওয়ামী বয়ানগুলো ডাস্টবিনে ছুড়ে ফেলেছে, কিন্তু এখন কেউ কেউ আবার সেই ডাস্টবিন থেকে পুরোনো বয়ান কুড়িয়ে রাজনীতি করতে চাইছে—এটা দুঃখজনক।”
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
জাহিদুল ইসলাম লেখেন, আওয়ামী বয়ানে নয়া রাজনীতি! ৭১ নিয়ে আওয়ামী লীগের তৈরি মিথ্যা বয়ানের কবর রচিত হয়েছে। এই প্রজন্ম আওয়ামী লীগের প্রতিটি বয়ানকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এখন আবার সেই বয়ান নিয়েই রাজনীতি—এ কেমন নয়া রাজনীতি?”
তিনি আরও সতর্ক করে বলেন, “নতুন বয়ানের সংকট তৈরি হয়েছে। যদি কেউ আওয়ামী লীগের বয়ান ধারণ করে রাজনীতি চালিয়ে যায়, তবে তার পরিণতিও সেই ফ্যাসিস্ট রাজনীতির মতোই হবে। তখন দায় কার?”
শিবির সভাপতি বলেন, “যারা মুখে নতুন রাজনীতির কথা বলেন, কিন্তু বাস্তবে আওয়ামী বয়ানের অবশিষ্ট ধরে হাঁটছেন—তাদের প্রতি মায়া হয়। তারা বুঝতে পারছেন না, এভাবে চললে নিজেরাই নিজেদের ক্ষতি করবেন।”
শেষে তিনি বলেন, “অন্যের বয়ান ধার না নিয়ে নিজস্ব বয়ান তৈরি করা এবং নিজের পায়ে দাঁড়ানোই রাজনীতির প্রকৃত নৈতিকতা। আমরা সবার জন্য শুভকামনা ও দোয়া করি।”