শফিকুল ইসলাম, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দরজায় কড়া নেড়েচড়ে দিয়েছে। দেশের রাজনীতিতে ইতোমধ্যেই বইতে শুরু করেছে নির্বাচনি হাওয়া। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনেও সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে। চায়ের দোকান, বাজার, পথসভা সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু শুধু নির্বাচন।

গণঅভ্যুত্থানের পর এটিই হতে যাচ্ছে দেশের প্রথম জাতীয় নির্বাচন। দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তির কারণে বিএনপি মাঠে এগিয়ে থাকলেও দলটির তৃণমূল পর্যায়ে কোন্দল এখনো বিদ্যমান। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরবচ্ছিন্ন গণসংযোগ ও দলীয় কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে। সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রাজনীতির মাঠ এখন সরগরম।

এছাড়া, আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর দেশে স্বাভাবিক নির্বাচনি পরিবেশ ফিরে আসায় ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। সবাই আশা করছেন, আগামি জাতীয় নির্বাচনটি হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর। সরকার ও নির্বাচন কমিশনও দেশবাসীকে ‘ইতিহাসের সেরা নির্বাচন’ উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

মনোনয়ন নিয়ে সরগরম বিএনপি, একক প্রার্থী জামায়াতে ইসলামী। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যেই তাদের একক প্রার্থী হিসেবে ড. মিজানুর রহমানকে ঘোষণা করেছে। তিনি গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় গণসংযোগ ও দলীয় কর্মসূচিতে সক্রিয় রয়েছেন।

অন্যদিকে, বিএনপিতে মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ এখন তুঙ্গে। বিভিন্ন ইউনিয়ন ও বাজারে সভা-মিছিল, শোডাউন এবং মোটরসাইকেল রর্‌্যালির মাধ্যমে তারা নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তৎপর প্রচারণা।

দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, “এখনই মাঠে নামার সময়।” জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে তারা দলীয় এজেন্ডা তুলে ধরছেন। আগামী নির্বাচনে কেন্দ্রীয়ভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সকলে।

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকা:

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী রয়েছেন একাধিক নেতা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:

সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলাম

সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া

যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ

জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি

উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু

সাবেক পৌর মেয়র তারিক আহমদ

বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন, আশরাফ হোসেন, এনায়েত করিম তোকি, ইমদাদুল হক মাসুদ, এস.এ. হক অপু, আতাউর হোসেন মিলন, ফেরদৌস ইসলাম খোকন প্রমুখ।

এখন দেখার বিষয় কে হচ্ছেন বিএনপির চূড়ান্ত প্রার্থী।

নির্বাচনি মাঠে উত্তেজনা বাড়ছে:

দলীয় প্রতীক বরাদ্দের আগেই এলাকায় রাজনৈতিক কর্মতৎপরতা বেড়েছে বহুগুণে। একদিকে বিএনপি তৃণমূলে জনসম্পৃক্ততা বাড়াতে ব্যস্ত, জামায়াত সংগঠন শক্তিশালী করতে দিনরাত গণসংযোগ, সভা-সমাবেশ, বিভিন্ন স্থানে উন্নয়ন কাজ করে যাচ্ছে।

সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৈরি হচ্ছে এক উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ।