বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের ফ্যাসিবাদমুক্তি ঘটলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মূল দাবি এখনো সম্পূর্ণ হয়নি। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি সব মহলের পরামর্শ নিয়েই দেশ পরিচালনা করতে চায়। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় সাবেক হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, “দীর্ঘ ১৬ বছরের লড়াই ও ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ফ্যাসিবাদমুক্তি ঘটেছে। তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে মূল দাবি, তা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে।”তিনি জানান, বিএনপির নেতৃত্বে দীর্ঘ আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন, সবচেয়ে বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নিপীড়নের শিকার হয়েছেন দলের নেতাকর্মীরা। তবুও গণতন্ত্রের লড়াই অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ঐক্যবদ্ধ সংস্কার কমিশন গঠিত হয়েছে, যেখানে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমদসহ কয়েকজন প্রতিনিধি কাজ করছেন। ‘জুলাই সনদ’-এর খসড়ায় দলের পক্ষ থেকে মতামতও প্রদান করা হয়েছে এবং শিগগিরই এটি প্রকাশিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আসন্ন নির্বাচনের প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, “আমরা ফেব্রুয়ারির নির্বাচনের পথে কোনো বাধা দেখছি না। নির্বাচনের মাধ্যমেই একটি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব। না হলে হাজারো শহীদ ও নিপীড়িত মানুষের প্রত্যাশা অপূর্ণ থেকে যাবে।”হাটহাজারী মাদ্রাসার নেতাদের উদ্দেশে তিনি বলেন, “বেগম জিয়া যেমন শহীদদের পরামর্শ নিয়ে কাজ করতেন, আমরাও আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সহায়তা চাই, যাতে করে শহীদদের স্বপ্ন এবং ২০১৩ সালের শহীদ ও আহতদের প্রত্যাশা পূরণ করতে পারি।”তিনি আরও স্মরণ করিয়ে দেন, বাকশাল পতনের পর ও এরশাদের স্বৈরশাসনের অবসানে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবারও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করছে। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।