বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, একশ্রেণির রাজনৈতিক দল নারীর মর্যাদা ও অধিকারের কথা বললেও তাদের শাসনামলে নারীরা সমাজে সবচেয়ে বেশি লাঞ্চনা ও বঞ্চনার শিকার হয়েছে। একমাত্র ইসলামই নারীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছে।

গতকাল মঙ্গলবার সকালে কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়ন মহিলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. আযাদ বলেন, বিগত ৫৪ বছর যারা দেশ শাসন করেছে তাদের শাসনামলেই নারীরা সবচাইতে বেশি নির্যাতিত ছিলো। ইভটিজিং স্ল্যাট শেইমিং এবং ধর্ষণের মতো জঘন্য কাজ ছিলো তখন নিত্যদিনের ঘটনা।

সংস্কারের বিরোধিতাকারীদের ব্যাপক সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিন সংস্কার কমিশনে আলোচনা করে জুলাই সনদ রচনা করে এবং তাতে স্বাক্ষর করে বিএনপি এখন তার সরাসরি বিরোধিতা করছে। যেটা স্পষ্টত জুলাই আকাক্সক্ষার পরিপন্থী। এসময় তিনি বিএনপির ‘না’ ভোটের প্রচারণারও ব্যাপক সমালোচনা করেন এবং গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোটের প্রতি সকল কে সজাগ থাকতে বলেন।

আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেওয়ার মাধ্যমে জনগণকে এসব জুলাই আকাঙ্ক্ষার বিরোধিতার সমুচিত জবাব দেওয়ার আহ্বানও জানান তিনি।

কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন মহিলা বিষয়ক সম্পাদক কাউসার খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত তৃণমূল মহিলা কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কুতুবদিয়া উপজেলা আমীর ও সাবেক চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী, উপজেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সাত্তার, ইউনিয়ন সভাপতি সৈয়দুল আলম ও সেক্রেটারি ডা. ইলিয়াস।