সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে খিজির উদ্দিন: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন আগামী জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক সরকার গড়তে চায়। বিগত সরকার দুর্নীতি করে কোটি কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছে। দেশের মানুষ এখন দুর্নীতি মুক্ত দেশ দেখতে চায়। তাই জামায়াত সকল ধর্ম ও বর্ণের সমর্থনে দুর্নীতিমুক্ত সম্প্রীতির দেশ গড়তে চায়। জামায়াতের সুন্দরগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে এক দায়িত্বশীল সমাবেশে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আমির অধ্যাপক শহীদুল ইসলাম এর স্বভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম সরকার। জেলা নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান ও উপজেলা সেক্রেটারি সামিউল ইসলাম প্রমুখ।
রাজনীতি
সুন্দরগঞ্জে দায়িত্বশীল সম্মেলন
জনগণের সমর্থন নিয়ে জামায়াত মানবিক সরকার গড়তে চায় ------মাওলানা আব্দুল হালিম
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন আগামী জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক সরকার গড়তে চায়।
Printed Edition