গতকাল রোববার ঢাকা-১৭ আসনের ৭ তলা বস্তির স্বল্পোন্নত ৫০০ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি ও মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এসএম খালিদুজ্জামান এ কথা বলেন।

তিনি আরও বলেন, ঢাকা-১৭ আসনের ভিতর মহাখালী এলাকাকে বলা হয় হেল্থ ভিলেজ।কিন্তু এ অঞ্চলের মানুষ স্বাস্থ্য খাতে সব থেকে বেশি অবহেলিত। ঢাকা-১৭ আসনের কড়াইল,৭ তলা ও ভাষানটেক বস্তি এলাকার মানুষ অসাস্থ্যকর পরিবেশে বসবাস করে।এ এলাকার মানুষকে নিয়ে বিগত কোনো সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেনি।সকল রাজনৈতিক দল এ এলাকার মানুষকে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে।কিন্তু এ এলাকার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। জামায়াত যদি আগামীতে এ আসনে নির্বাচিত হয়,তাহলে এ এলাকার মানুষের মৈলিক অধীকার (খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান) নিশ্চিত করা হবে। বিশেষ করে এ এলাকায় স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গঠন করা হবে। নিরাপদ পানির ব্যবস্থা করা হবে। প্রাথমিক চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্র গঠন করা হবে। তিনি আরও বলেন, জামায়াত এ দেশের মানুষের জন্য রাজনীতি করে। আগামী দিনে জামায়াত সরকার গঠন করলে দেশের মানুষকে সাথে নিয়ে এ দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে ইনশাআল্লাহ।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি ও মশারি বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন ভাষানটেক থানা আমীর ডা. আহসান হাবীব, ঢাকা-১৭ আসনের নির্বাচন সমন্বয়ক ডা. শফিকুল ইসলাম জুয়েল। সভাপতিত্ব করেন বনানি থানা আমীর, ঢাকা-১৭ আসন নির্বাচন সদস্য সচিব ও ২০ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী মিজানুর রহমান খান, সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মাওলানা আব্দুর রাফি। প্রেস বিজ্ঞপ্তি।