গাজীপুর মহানগর সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা: জামাল উদদীন বলেছেন, ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আজ আমাদের দেশে সব বিষয়ে খোলামেলা কথা বলা গেলেও ইসলামী চেতনা ও জাগরণের পক্ষে কথা বলা যায় না। জালিম শক্তির জুলুম-নির্যাতনের বিপক্ষে সামান্য কিছু বললেই হয়রানির শিকার হতে হয়। আগের মতো গুম খুন না হলেও নব্য পেসি শক্তি মাথা চারা দিয়ে উঠেছে। ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে চলমান রাষ্ট্রীয় সন্ত্রাস ও জুলুম-নির্যাতন বিপক্ষে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত আজ বৃহস্পতিবার বিকালে গাজীপুর শিববাড়ি জামায়াত অফিস মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি জানিয়ে বলেন, ভাষার উৎকর্ষ সাধনের পাশাপাশি স্বাধীনভাবে কথা বলা ও সার্বিক নিরাপত্তার সাথে জীবন যাপনের জন্য সরকারের পক্ষ থেকে সুযোগ করে দিতে হবে। তিনি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ হোসেন আলী। সভাপতির বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাইদ মুহাম্মদ ফারুক। আরও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম, গাজীপুর মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ছাদেকুজ্জামান। প্রধান অতিথি আরো বলেন, জামায়াতের বিরুদ্ধে নিকৃষ্ট ষড়যন্ত্র নতুন কোনো ঘটনা নয়। জালিম শক্তির বিরুদ্ধে সোচ্চার বলেই জামায়াতের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, বিভ্রান্তি ছড়িয়ে ইকামাতে দ্বীনের আন্দোলন থেকে আমাদের একচুলও বিচ্যুত করা যাবে না। সবাইকে পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামী আন্দোলনে আমৃত্যু সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থেকে হিম্মতের সাথে ভুমিকা পালন করতে হবে। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ।