গত রোববার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নন-এমপিও ঐক্যপরিষদের উদ্যোগে স্বীকৃত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিওভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। সারাদেশ থেকে আগত শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে প্রেসক্লাব এলাকা শিক্ষকদের ন্যায্য দাবির মঞ্চে পরিণত হয়েছে। তাদের এই দাবির প্রতি সমর্থন জানাতে গত রোববার দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, বিশেষ অতিথি, ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করীম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ, ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যক্ষ ড.ইকবাল হোসাইন ভূঁইয়া, বাআশিফের সহকারী সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাশিদুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আজকের এই কর্মসূচি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি শিক্ষদের টিকে থাকার আন্দোলন। যারা জাতি গঠনের কারিগর, আজ তাদের জীবন চলছে মানবেতর কষ্টে। বহু বছর ধরে সরকার কর্তৃক স্বীকৃতি পাওয়া সত্ত্বেও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও এমপিওভুক্ত হয়নি। অথচ শিক্ষরা দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে, শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলছে। শিক্ষদের এই অবদান রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তবুও শিক্ষরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

তিনি আরও বলেন, সরকার বারবার আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন আমরা দেখিনি। একজন শিক্ষক যখন ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হন, তখন পুরো শিক্ষা ব্যবস্থাই দুর্বল হয়ে পড়ে। আমরা সরকারের কাছে বিনীত কিন্তু দৃঢ়ভাবে আহ্বান জানাইÑ অবিলম্বে সকল স্বীকৃত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে হবে। শিক্ষক সমাজের প্রতি ন্যায়বিচার না হলে শিক্ষকরা বাধ্য হবে আরও কঠোর কর্মসূচির পথে যেতে।

অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, সারাদেশে প্রায় দুই সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা সরকারের সব শর্ত পূরণ করেছে। এসব প্রতিষ্ঠান নিজ প্রতিষ্ঠানের নামে বোর্ড পরীক্ষায় অংশ নিচ্ছে, ভালো ফলাফল করছে, শিক্ষার মান বজায় রাখছে। তবুও তাদের শিক্ষক-কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকে দারিদ্র্েযর কষ্টে জীবন পার করছেন। এটি শিক্ষকদের জন্য যেমন অপমানজনক, তেমনি রাষ্ট্রের জন্যও এক গভীর ব্যর্থতার চিত্র। তিনি আরও বলেন, আমরা আর প্রতিশ্রুতি চাই না, আমরা বাস্তবায়ন চাই। সরকার যদি সত্যিই শিক্ষার মান উন্নয়নে আন্তরিক হয়, তবে শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। এক দেশের মধ্যে দুই নীতি চলতে পারে নাÑ কেউ এমপিওভুক্ত সুবিধা পাবে, কেউ বঞ্চিত থাকবেÑ এটা কোনোভাবেই ন্যায়সংগত নয়। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে সব স্বীকৃত প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হোক।

বিশেষ অতিথি শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা দেশের নাগরিক, আমাদের অধিকারও সমান। শিক্ষকরা জাতির ভিত্তি তৈরি করেন, অথচ তাদের জীবন অনিশ্চয়তায় ভরপুর। সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া, নইলে শিক্ষক সমাজ বাধ্য হবে কঠোর আন্দোলনের পথে যেতে।

বিশেষ অতিথি ইকবাল হোসাইন ভূঁইঞা বলেন, আমরা কারো দয়া চাই না, চাই আমাদের ন্যায্য অধিকার। যারা জাতি গঠনের কারিগর, তাদের পাশে না দাঁড়ালে জাতির ভবিষ্যৎ কখনোই উজ্জ্বল হবে না। তাই অবিলম্বে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

এছাড়াও অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রেসবিজ্ঞপ্তি।