চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর সাবেক ছাত্রনেতা মাওলানা মোজাম্মেল হকের পিতা হাজী মোহাম্মদ হোছাইনের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে।
নিজগ্রাম ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাযার ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা মোজাম্মেল হক। বিশাল জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুফতি হাবিবুল্লাহ, নায়েবে আমীর এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জামায়াত নেতা আবদুর রহমান আযাদ, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান ও মাস্টার আবদুল মালেক।
উল্লেখ, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হকের পিতা হাজী মোহাম্মদ হোসাইন (৯০) বার্ধক্যজনিত কারণে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ডুলাহাজারার ২নং ওয়ার্ড কাটাখালী গ্রামের নিজ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।