বিএনপি নেতা ইশরাক হোসেন তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে চলমান অন্দোলন আপাতত স্থগিত করেছেন। তবে এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে তিনি এ ঘোষণা করেন।
এসময় বর্তমান উপদেষ্টা পরিষদে থাকা আসিফ মাহমুদ এবং মাহফুজের পদত্যাগের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, ২০২০ সালের সাবেক মেয়র তাপসের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ইশরাক। সেখানে তাপস নির্বাচনে জয়ী হলেও ইসরাক মামলা করেন তাকে অনৈতিকভাবে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর সেই মামলা নিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত থেকে ইসরাকের পক্ষে রায় আসলে তিনি মেয়র হিসেবে শপথ নিতে চান। তবে এর মাঝেও আরেকজন তার শপথ নেয়ার বিপক্ষে আদালতে রিট করে। এতেই উত্তপ্ত হয়ে ওঠে ইশরাকের সমর্থকরা।