জুলাই বিপ্লবের প্রেরণায় জ্ঞান ও ইনসাফের ভিত্তিতে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে এবং আগামী প্রজন্মের জন্য উন্নত ও নিরাপদ মহেশখালী উপজেলা প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর এ, এইচ,এম,হামিদুর রহমান আযাদ।
গতকাল শনিবার মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত মহেশখালীর সর্ববৃহৎ ও সর্বপ্রথম বিজ্ঞান উৎসবে তিনি এ আহবান জানান। পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউরেকা শিক্ষা উৎসব সিজন-১ এ প্রধান অতিথির বক্তব্যে ডক্টর হামিদুর রহমান আযাদ আরো বলেন, মহেশখালী উপজেলা শুধু একটা দ্বীপ নয় এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। মহেশখালী কে নিয়ে পুরো দেশ নতুন করে স্বপ্ন দেখছে। বাংলাদেশের জন্য এটি উন্নয়নের একটা হাব। তিনি বলেন, মহেশখালী কে ঘিরে সরকার নতুন নতুন পরিকল্পনা প্রনয়ণ ও গ্রহণ করছে। মহেশখালী উপজেলার মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ সহ অর্থনৈতিক অঞ্চল স্থাপন হবে। হাজার হাজার কোটি টাকা দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি বলেন এক সময়ে শিক্ষায় পিছিয়ে পড়া মহেশখালী উপজেলা এখন আগের মতো নেই। মহেশখালী, কুতুবদিয়ার সন্তানেরা দেশের নেতৃত্ব দিচ্ছে।
ডক্টর আযাদ মহেশখালী- কুতুবদিয়ার উন্নয়নের কথা স্মরন করিয়ে বলেন, যারা এতোদিন পারেনি তারা আর পারবেনা। যারা নিজের উন্নয়নের জন্য ব্যাস্ত তারা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য চিন্তা করার সময় তাদের নেই। তাই স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে সরকারের পরিবর্তন হয়েছে, নেতার ও পরিবারের সদস্যদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু মহেশখালী - কুতুবদিয়ার সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। ডক্টর আযাদ উন্নয়ন থেকে পিছিয়ে পড়া মহেশখালী উপজেলার, স্বাস্থ্যখাত,যোগাযোগ, শিক্ষার গুনগত মান বৃদ্ধি সহ মাষ্টার প্লান অনুযায়ী স্বপ্নের মহেশখালী গড়ে তুলতে সবাই কে ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানান।
মহেশখালীতে সর্ববৃহৎ ও সর্বপ্রথম ইউরেকা শিক্ষা উৎসবে বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিআইপি, আব্দু শুকুর, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজর হক,মহেশখালী থানার অফিসার ইনচার্জ মনজুরুল হক,ঢাকা মহেশখালী সমিতির সভাপতি মোহাম্মদ আলি,মহেশখালী উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম, মহেশখালী উপজেলা সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জাবেদ আল মামুন, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম, জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, ঈদগাহ কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন। প্রেসবিজ্ঞপ্তি।