ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন যুক্ত ১৮টি ওয়ার্ডের চলমান রাস্তা সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা অধ্যক্ষ আশরাফুল হক।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে মিরপুর ডিওএইচএস থেকে দিয়াবাড়ি মেট্রোরেল এলাকার নিচ দিয়ে সড়ক সংস্কার শেষে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

অধ্যক্ষ আশরাফুল হক বলেন, “একজন প্রশাসক জনগণের কষ্ট চিহ্নিত করে তা দ্রুত নিরসনের ব্যবস্থা নেবেন—এমনটাই আমাদের প্রত্যাশা। বর্তমান প্রশাসক ও তার টিম কর্মতৎপরতা দিয়ে জনগণের ভোগান্তি দূর করতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন, যা আমরা দেখছি। আজ ঈদের আগে আজমপুর কাঁচাবাজার-চামুরখান সড়ক সংস্কার শেষে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ায় এই এলাকার হাজার হাজার মানুষ ভোগান্তি থেকে মুক্তি পেলেন। স্বল্প সময়ে এমন কার্যকর উদ্যোগ নেওয়ায় আমি প্রশাসককে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, খিলক্ষেত ও ডুমনি এলাকায় চলমান রাস্তা সংস্কারের কাজ বর্ষা মৌসুম শুরুর আগেই সম্পন্ন করতে হবে, যাতে জনগণ অতিরিক্ত দুর্ভোগে না পড়েন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।