গাজীপুরের রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বিএনপির বর্তমান কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ও গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, টঙ্গীর বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। একই অনুষ্ঠানে তাঁর সঙ্গে বিশিষ্ট সমাজসেবক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী সোহরাব উদ্দিনও আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

আজ বুধবার রাতে টঙ্গী পূর্ব থানার ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ হোসেন আলী।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সক্রিয় ভূমিকা রাখা বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত জানান, দীর্ঘ আত্মসমালোচনা, চিন্তা ও উপলব্ধির পর তিনি ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামী জীবনব্যবস্থাকেই তিনি সর্বোত্তম পথ হিসেবে বিশ্বাস করেন। সেই লক্ষ্যেই তিনি বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ড আমীর, মাওলানা ওবাইদুল হক, স্থানীয় নেতা আব্দুল মালেক আকন্দসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও দীর্ঘদিনের পরিচিত রাজনৈতিক নেতার এই সিদ্ধান্ত গাজীপুর মহানগরের রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা বহন করছে। তারা আশা প্রকাশ করেন, ন্যায়ভিত্তিক রাজনীতি ও সমাজগঠনে এই যোগদান ইতিবাচক ভূমিকা রাখবে।