নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বারের মাসদাইরে নির্বাচনী গণসংযোগ করেন। গতকাল শনিবার বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকায় নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার ভোটারদের কাছে ভোট ও দোয়া চান। তিনি ভবিষ্যতে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কী কী পদক্ষেপ নেবেন সে বিষয়েও আলোকপাত করেন। এসময় তিনি বলেন, দেশের মানুষ আর কোন সন্ত্রাস চাঁদাবাজের ক্ষমতায় দেখতে চায়না, এবার দেশের মানুষ সচেতন হয়েছে। তার দৃষ্টান্ত ডাকসু নির্বাচন। ওখানে সাধারণ শিক্ষার্থীরা সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিয়েছে।

আমরা সবাইকে আবারো কুরআনের পক্ষে, সৎ নেতৃত্বের পক্ষে সর্বোপরি যারা দেশের মানুষের কতগা বলে তাদের পক্ষে থাকার আহবান জানাই।

গণসংযোগকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে সূরা সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, থানা আমীর মো, মজিবুর রহমান, সেক্রেটারি মো ফয়সাল আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল পরিমাণ জামায়াত নেতা কর্মী ছিলেন।

তারা মাওলানা আবদুল জব্বারের পক্ষে দাঁড়িপাল্লা মার্কার স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করেন। মাওলানা আবদুল জব্বার আরো বলেন, ‘আমরা নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবো। সবার সহযোগিতা পেলে একটি উন্নত ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তোলবো।’