পতিত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ আশঙ্কা প্রকাশ করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ তার মায়ের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করতে পারে। একই সঙ্গে তিনি স্বস্তি প্রকাশ করে জানিয়েছেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিয়েছে।

আজ সোমবার ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধসহ পাঁচটি মামলার রায় ঘোষণা করবে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমন–পীড়নে শেখ হাসিনার বড় ধরনের ভূমিকা ছিল।

জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সহিংসতায় প্রায় ১,৪০০ মানুষ নিহত এবং হাজারো আহত হয়। স্বাধীনতার পর এটিকে সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা হিসেবে বর্ণনা করা হয়েছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং বর্তমানে তিনি দিল্লিতে নির্বাসনে রয়েছেন। সজীব ওয়াজেদ বলেন, ভারত তার মাকে সম্পূর্ণ নিরাপত্তায় রেখেছে।

রায় ঘোষণার আগে উদ্বেগ প্রকাশ করে সজীব বলেন, ‘আমরা আগেই জানি রায়ে কী হবে। তারা টেলিভিশনে দেখাচ্ছে—তাকে দোষী করা হবে, হয়তো মৃত্যুদণ্ডও দেওয়া হবে।’

তবে এরপর তিনি যোগ করেন, ‘আমার মায়ের কিছুই হবে না। তিনি ভারতে সম্পূর্ণ নিরাপদ।’