দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শ্লোগানকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হয়েছে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারদের নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।

শুক্রবার (১১ জুলাই) পদযাত্রার একাদশ দিনে, বেলা সাড়ে ১১টায় যশোর শহরের একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আন্দোলনে আহত ব্যক্তিরা ও তাদের পরিবারের সদস্যরা।

সভায় আহতরা অভিযোগ করেন, আন্দোলনের এক বছর অতিক্রম হলেও এখনো তারা সরকারি বা দলীয় কোনো স্বীকৃতি, প্রয়োজনীয় চিকিৎসা, পুনর্বাসন কিংবা ঘোষিত ‘জুলাই সনদ’ থেকে বঞ্চিত। তারা অভিযোগ করেন, একটি নতুন রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখানো হলেও দলের শীর্ষ নেতারা সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। এতে তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আহতরা জোর দাবি জানান— অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে।

সভায় জাতীয় নাগরিক পার্টির নেতারা আহতদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আন্দোলন আরও গতিশীল ও সুসংগঠিত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সদস্য নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা এবং দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আলোচনা শেষে আহত পরিবারগুলোর দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।