বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গাজীপুর-৪ (কাপাসিয়া)আসনের তরগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী পাখরীর বাজারে এক নির্বাচনী প্রচারণা সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ সভায় স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিশিষ্ট গীতিকার, সুরকার ও ব্যাংকার ওস্তাদ তোফাজ্জল হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর-৪ আসনে জামায়াত মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আইউবী তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তিনি ভোটারদের প্রতি শাপলা কলি প্রতীকে সমর্থন জানিয়ে ভোট প্রদানের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সেফাউল হক বলেন, কাপাসিয়ায় ইসলামী রাজনীতির পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান।
সভায় আরও বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওসমান গনি, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুদ্দিন আকবরী, কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক গাজীপুর জেলা সভাপতি আবু নাঈম মোল্লা। বক্তারা সবাই একযোগে জনগণের ভোটাধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভা শেষে নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এলাকাবাসীর ব্যাপক সমর্থনের আশা প্রকাশ করেন।