বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমীর অধ্যক্ষ নুরুল বলেছেন, তাকওয়া অর্জনের শ্রেষ্ঠতম সময় হচ্ছে মাহে রমযান। এই রমযানকে ইবাদতের প্রশিক্ষণ মাস হিসেবে ধরে নিয়ে আমরা যদি সারা বছর নিজের জীবনকে পরিচালিত করি তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারব। তিনি গত শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামী কেরানীহাট শহর শাখার উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শাখার আমীর মাওলানা নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চুনতী হাকিমীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, দক্ষিণ জেলা জামায়াতের সূরা সদস্য ডা. আব্দুল জলিল, সাতকানিয়া জামায়াতের সাবেক আমীর ডা. নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ডা. খোরশেদ আনোয়ার, অধ্যক্ষ হারুনুর রশিদ, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি শহীদুল ইসলাম বাবর, সাবেক শিবির নেতা বজলুর রহমান, মাওলানা মোজাম্মেল হক ও শ্রমিক নেতা ফোরকান আজাদ প্রমুখ।
রাজনীতি
তাকওয়া অর্জনের শ্রেষ্ঠতম সময় মাহে রমযান ---------অধ্যক্ষ নুরুল আমিন
বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমীর অধ্যক্ষ নুরুল বলেছেন, তাকওয়া অর্জনের শ্রেষ্ঠতম সময় হচ্ছে মাহে রমযান।
Printed Edition
