আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার, (২৯ শে ডিসেম্বর) নিজ নিজ আসন ভিত্তিক রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন তারা। মনোনয়নপত্র জমাদান কালে জামায়াত শিবিরর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । মনোনয়নপত্র জমা শেষে সংসদ সদস্য পদপ্রার্থীরা দেশে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
পাবনা-১ ( সাথিয়া-বেড়ার আংশিক)
পাবনা এক সাথিয়া বেড়া আসনে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সোমবার ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন। তিনি সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন। পরে তিনি বিকেলে সহকারী রিটার্নিং অফিসারভাই কেমন আছেন ও বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এর কার্যালয়ে মনোনয়নপত্রের কপি জমা দেন। মনোনয়নপত্র জমাদানকালে তার সাথে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও তার আসনে নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অধ্যাপক আব্দুল গাফফার খান, সাঁথিয়া উপজেলা আমির মাওলানা মোকলেসুর রহমান সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান, বেড়া উপজেলা আমির মাওলানা আতাউর রহমান, প্রিন্সিপাল মকসুদ আলম চৌধুরী, সাথিয়া উপজেলা সাবেক আমির মুস্তাফিজুর রহমান ফিরোজ, ইসলামী ছাত্র শিবিরের পাবনা জেলা সভাপতি মুন্নাফ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের প্রত্যাশা করি, ঐক্যবদ্ধ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে আমরা জনগণের সেবার মাধ্যমে একটি মানবিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।
পাবনা-২( সুজানগর - বেড়া) আংশিক
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুজানগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক কেএম হেসাব উদ্দিন।
সোমবার (২৯ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মীর রাশেদুজ্জামানের কাছে মনোনয়পত্র জমা দেন ।
এ সময় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম, সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফারুক ই আজম,ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তাফিজুর রাহমান প্রমুখ
সাংবাদিকদের অধ্যাপক হেসাব উদ্দিন বলেন, গত ১৭ বছরে মানুষ ভোট দিতে পারে নাই। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ থাকলে জনগণ এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে।' পাবনা সহ সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সুজানগর আসন সহ ৫ টি আসনেই বিজয় লাভ করব ইনশাআল্লাহ।
পাবনা- ৩ (চাটমোহর -ভাঙ্গুরা -ফরিদপুর)
জাতীয় সংসদ নির্বাচনে পাবনা- ৩ আসনে (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী তারবিয়ত সেক্রটারি অধ্যাপক মাওলানা আলী আছগার।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল’র নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা জামাতের আমির মাওলানা মহির উদ্দিন, ফরিদপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান সাফিনুর ইসলাম, ফরিদপুর উপজেলা জামায়াতের আমির আবু তালেব উপস্থিত ছিলেন।
পাবনা-৪ (ঈশ্বরদী -আটঘরিয়া)
জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রার্থী হিসেবে পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান ও আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের কাছে পৃথকভাবে তিনি মনোনয়ন পত্র জমাদেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, আটঘরিয়া উপজেলা আমির মাওলানা নকিবুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা শেষে অধ্যাপক আবু তালেব মন্ডল আগামী নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত এবং সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যেন সম্পন্ন হয় সে ব্যাপারে প্রশাসনের সকল প্রকার সহযোগিতা কামনা করেন।
পাবনা-৫ ( জেলা সদর)
৭২ পাবনা-৫(সদর) আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন।
তিনি ২৯ ডিসেম্বর সোমবার সকাল ১১ টা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে ছিল পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, জুলাই শহীদ মাহবুব নিলয়ের পিতা আবুল কালাম আজাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার সাবেক আহবায়ক রকতউল্লাহ ফাহাদ, সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সুবহান সাহেবের ছেলে আমিরুল ইসলাম পান্না, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুস সাত্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা৫ আসনের নির্বাচন পরিচাল না কমিটির পরিচালক অধ্যাপক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, পাবনা পৌর জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, পাবনা পৌর সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ একরামুল হক, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের পাবনা জেলা সভাপতি নাসির উদ্দিন নাসিম, জাতীয় মুক্তিযুদ্ধ পরিষদের জেলা সভাপতি নাসির উদ্দিন নাসিম, ইসলামী ছাত্রশিবিরের পাবনা জেলা সভাপতি মুন্নাফ হোসেন, পাবনা শহর শাখার সভাপতি গোলাম রহমান প্রমুখ।
মনোনয়নপত্র জমা শেষের সাংবাদিকদের বলেন ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী নির্বাচনে দল মত নির্বিশেষে সকলের সহযোগিতায় ন্যায় ও ইনসাভিত্তিক মানবিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।