ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর পৈশাচিক গণহত্যার প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্রদলের ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইটে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে গাজীপুর মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। হাতে হাতেই ছিল 'ফ্রি প্যালেস্টাইন', 'স্টপ কিলিং ইন গাজা', 'ইসরায়েল টেররিস্ট স্টেট' সহ নানা প্রতিবাদী প্ল্যাকার্ড। স্লোগানে মুখরিত হয় রাজপথ—‘আল্লাহু আকবার, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ‘গাজার লাশের হিসাব চাই ইত্যাদি স্লোগানে।

বিক্ষোভ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর। সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম আবু জাফর, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, যুগ্ম-সম্পাদক মাহফুজ খান প্রমুখ।

বক্তারা বলেন, “ফিলিস্তিন আজ রক্তাক্ত। শিশু, নারী, নিরীহ মানুষের লাশে ছেয়ে গেছে গাজার পথঘাট। ইসরায়েল মানবতাবিরোধী অপরাধ করছে। বিশ্ব বিবেক আজ নির্বাক। তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, গাজায় চালানো এই নির্মম গণহত্যার দ্রুত বিচার ও কার্যকর পদক্ষেপ গ্রহণে যেন বিলম্ব না হয়।

এ সময় বক্তারা গাজীপুরে সোমবার ঘটে যাওয়া কিছু দোকানে লুটপাটের ঘটনারও তীব্র নিন্দা জানান এবং এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।