দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নে জামায়াত ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নৈয়াইর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহলুল এবং প্রধান আলোচক ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন।

এ সময় প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান শক্তি যুব সমাজ। নৈতিকতা ও আদর্শে গড়ে ওঠা তরুণরাই পারে জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে। কিন্তু মাদক, বেকারত্ব এবং সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে তরুণ প্রজন্মকে বিপথগামী করার চেষ্টা চলছে। এ পরিস্থিতি মোকাবিলায় ইসলামী জীবনব্যবস্থার আলোকে যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।