DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

সিদ্ধিরগঞ্জে ছাত্রদল যুবদল সংঘর্ষে সাংবাদিকসহ আহত দশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ দুই গ্রুপের অন্তত দশজন আহত হয়েছে।

Printed Edition
Default Image - DS

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ দুই গ্রুপের অন্তত দশজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজী কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্সের সামনে আদমজী-চাষাড়া-শিমরাইল সড়কে ছাত্রদল নেতা সাগর প্রধান ও বিএনপি নেতা শাহালম মানিক-রুহুল আমিন গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সেনাবাহিনী-পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, আদমজী ইপিজেডে ইউনিভার্সাল নামে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে বিকেল ৩টায় আদমজী ইপিজেডে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় সাগর গ্রুপের মোহন নামে এক যুবককে কুপিয়ে জখম করে শাহালম-রুহুল আমিন গ্রুপের লোকজন। পরে বিকেল ৪টায় আদমজী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে চাষাড়া-আদমজী-শিমরাইল সড়কে গিয়ে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে গুলীবর্ষণ এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। সাগর প্রধানের লোকজন সাংবাদিকের মটরসাইকেলসহ ৯টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এবং সফর আলী ভূইয়া নামে একটি মার্কেটের দোকানপাট ভাঙচুর করে। তারা প্রতিপক্ষকে উদ্দেশ্য করে মার্কেটে গুলীবর্ষণ করে এবং মার্কেটে প্রবেশ করে আরো ৫টি মটরসাইকেল ভাঙচুর করে। এসময় সংঘর্ষের ছবি সংগ্রহ করতে গেলে স্থানীয় ফটো সাংবাদিক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে সাগর প্রধানের লোকজন।

এ ঘটনায় বিএনপি নেতা রুহুল আমিন বলেন, প্রতিপক্ষরা আমার মার্কেটে গুলীবর্ষণ করেছে। আমাদের অনেকগুলো মটরসাইকেল ভাঙচুর করে আগুন জ¦ালিয়ে দিয়েছে। আওয়ামী যুবলীগের শীর্ষ সন্ত্রাসী মতির সব অস্ত্র সাগর বাহিনীর কাছে। যা আজকে হামলার মাধ্যমে তারা প্রকাশ করেছে। হামলায় আমাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর বলেন, আওয়ামী সন্ত্রাসী মতি ও পানি আক্তার বাহিনী বিএনপির নাম ব্যবহার করে আমার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। তারা নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোহনকে কুপিয়ে জখম করেছে। আরেক সহ-সাংগঠনিক সম্পাদক মানিক, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সভাপতি আরিফ, মাহবুব, সবুজ ও শহিদকেও গুরুতর জখম করেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর আলম জানান, ইপিজেডে ব্যবসায়ীক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। সেনাবাহিনী-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।