আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : সুষ্ঠু নির্বাচন ও জনমতের যথাযথ প্রতিফলনের জন্য আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু ও ও পাঁচ দফা দাবিতে আশাশুনিতে জামায়াতে ইসলামী লিফলেট বিতরণ করেছে। গতকাল শুক্রবার বিকালে আশাশুনি বাজারের সর্বস্তরের মানুষ ও ব্যবসায়ীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা জামায়াতের আমির সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মাওঃ আব্দুল গফফার, উপজেলা জামায়াতের আমির ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক, সহ সেক্রেটারি ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, বাইতুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য এ বি এম আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, ৩নং ওয়ার্ড সভাপতি সাবেক মেম্বর আঃ রহিম, এস এম শহিদুজ্জামান বাবলু, মাস্টার আরিফ বিল্লাহ, মোবারক আলী, হযরত আলী প্রমুখ।
প্রধান অতিথি আগামী ১২ নবেম্বর বিকাল ৪:৩০ মিনিটে সাতক্ষীরা জেলা জামায়াত আয়োজিত গণমিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে দলে দলে যোগদান করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।