কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার কাজিরহাট বাজারে ইজ্জত উল্লাহ সাহেবের এ নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলার কাজিরহাট বাজারে অনুষ্ঠিত গণসংযোগে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ অংশগ্রহণ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামসহ উপজেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।