চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আপনারা আমাকে দুইবার এমপি নির্বাচিত করে এলাকার সার্বিক উন্নয়নের সুযোগ করে দিয়েছিলেন। আসন্ন নির্বাচনেও দাড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে অতীতের মতো আবারও ব্যাপক হারে উন্নয়ন সাধন করতে পারব ইনশাআল্লাহ।”

তিনি গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের উত্তর তুলাতুলি, দক্ষিণ তুলাতুলি, উত্তর ব্রাহ্মণডেঙ্গা, তালগাঁও, তুইপুরা সেন্টার, ক্ষতিরহাট বাংলা বাজার, দক্ষিণ চরতী ও দ্বীপ চরতী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।

গণসংযোগকালে সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান, চরতী ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হাসেম, চরতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করিম, বিশিষ্ট সমাজসেবক শব্বির আহমদ সওদাগর ও ফরিদ সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শাহজাহান চৌধুরী বলেন, “চরতী ইউনিয়ন দীর্ঘদিন অবহেলিত ছিল। আমি এমপি থাকাকালে স্কুল, মাদ্রাসা, রাস্তা-ঘাটসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। আগামীতে আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে চরতীকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।”