বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর বলেছেন, আমরা বলি বিগত ১৬ বছর আমরা ফ্যাসিজমের মধ্যে ছিলাম। ৫ আগস্ট মুক্ত হয়েছি। কিন্তু যেখানে গাজার মুসলমানেরা ইফতার করতে পারেনা, সেহরি করতে পারেনা, আজানের ধ্বনি শুনতে পারেনা। সেখানে যদি আমরা নিজেদের স্বাধীন ভাবি তাহলে সেটা আমাদের মুসলমান পরিচয় এর সাথে গাদ্দারি হবে। তিনি বলেন, ইসরাইলের বর্বর হামলা শুধু গাজার মুসলমানদেরকে ব্যথিত করেনি গোটা বিশ্বের মুসলমানদেরকে ব্যথিত করেছে। মুসলমানরা একটা দেহের মত আমাদের শরীরের কোথাও আঘাত পেলে যেমন সারা শরীরে ব্যথা পাই ঠিক তেমনি বিশ্বের যে প্রান্তে মুসলিমরা নিপীড়িত হবে, নির্যাতিত হবে পুরো বিশ্বের মুসলমানদের অন্তরে আঘাত লাগবে এবং রক্তক্ষরণ হবে।
আজকে আমরা মুসলিম হিসেবে অনেক বেশি লজ্জিত। ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই, বোন, শিশুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। অথচ আমরা মুসলমান হিসেবে তাদের পাশে দাঁড়াতে পারছি না। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলী বাহিনীর নতুন হামলার তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শুক্রবার (২১ মার্চ) খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে সরদার ডাঙ্গা ঈদগাহ ময়দানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
৬নং ওয়ার্ড সভাপতি অধ্যাপক ইমাম মুহিতের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. লুৎফার রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সভাপতি আজিজুল ইসলাম ফারাজি। ইফতার মাহফিলে আড়ংঘাটা থানার সাবেক আমীর ও খুলনা মহানগর ইউনিট সদস্য মোহাম্মদ আশরাফ হোসাইন ও বর্তমান থানা আমীর মাওলানা মনোয়ার হোসেন আনসারী, সেক্রেটারি শেখ মোহাম্মদ তুহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি অধ্যাপক শাহিনুল ইসলাম, আড়ংঘাটা থানা ছাত্রশিবিরের সভাপতি মো. রায়হান হোসেন, সেক্রেটারি মো. শামীম হোসেন, বায়তুল মাল সম্পাদক মো. তাওসিফ আহমেদ ঈশান মোল্লা, ১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন তপু, ২ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শাহিনুর রহমান,৩নং ওয়ার্ড সভাপতি মো. রেজাউল ইসলাম, ৪ নং ওয়ার্ড সভাপতি মো. হোসেন আলী, ৬ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সভাপতি মো. সিরাজুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুর রাজ্জাক, ওলামা বিভাগের সভাপতি ইমাম মাহাদী আল হাদী, আড়ংঘাটা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ১ নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ নাসির হোসেন, ২নং ওয়ার্ড সেক্রেটারি মো. মিলন হোসেন, ৩নং ওয়ার্ড সেক্রেটারি মো. শাহাদাত হোসেন, ৪ নং ওয়ার্ড সেক্রেটারি মো. কামাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন। ইফতার মাহফিলে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরদার ডাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আলমগীর হোসেন।