সাবেক প্রধান নির্বাচন কমিশনার,বাংলাদেশ হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি, জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুড়ি আসরের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট ইসলামিক স্কলার মোহাম্মাদ আবদুর রউফ রাহিমাহুল্লাহ রবিবার (৯ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন।(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার,ঢাকা মহানগরীর সহকারী প্রচার-মিডিয়া সম্পাদক আ.সাত্তার সুমন, বিশিষ্ট চিকিৎসক ডা.রহুল আমিন।

সেক্রেটারি জেনারেল মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।