বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “শিক্ষার্থীদের প্রকৃত অর্থেই শিক্ষিত করে গড়ে তুলতে হলে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অভিভাবক যদি দায়িত্বশীল না হন, তবে আমরা কখনো সুশিক্ষায় শিক্ষিত জাতি গঠন করতে পারব না। বিশ্বের সঙ্গে তাল মিলাতে না পারলে জাতি হিসেবে আমরা অনন্তকাল পিছিয়ে থাকব।”

তিনি গতকাল সোমবার দুপুরে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আধার মানিক পি.ডি.সি. উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আ. ন. ম. নোমান, সুফিহ ফতেহ আলী ওয়াইসি মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ আ. ক. ম. হামিদুল হক, বিশিষ্ট সমাজসেবক চৌধুরী মোহাম্মদ সালেহ, পদুয়া জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি জিয়াউল হক জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার, সাবেক ইউপি সদস্য ডা. আব্দুস সবুর, বিদ্যালয়ের অভিভাবক সদস্য শাহজাহান বাবুল ও প্রবাসী জসিম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য মোবারক হোসেন চৌধুরী। সমাবেশে স্থানীয় শিক্ষাবিদ, সমাজসেবক, দানবীর ও অসংখ্য অভিভাবক উপস্থিত ছিলেন।