ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে হিন্দু পরিবারসহ ২৯ টি পরিবার একত্রে জামায়াতে যোগদান করেছেন।
৩ নবেম্বর সোমবার রাত ৮ টায় ৮ নং ওয়ার্ডের কুরুষা ফেরুষার আবেদ মাস্টারের বাড়ীর মাঠে আনুষ্ঠানিক ভাবে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাওডাঙ্গা ইউনিয়ন সভাপতি মাওলানা শামসুল হুদা বাবুল এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি হাফেজ জাহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৬ কুড়িগ্রাম-২ আসনে নমীনি শাখার কুড়িগ্রাম জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম প্রমূখ।