বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “ধন-সম্পদ অর্জনের জন্য নয়, আমরা রাজনীতি করি গরীব-দুঃখী মানুষের কল্যাণের জন্য। আমি দুইবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছি। সেই সময় সাতকানিয়া-লোহাগাড়ার স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, মন্দির, রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্টসহ অবহেলিত এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। নিজের জন্য এক শতক জমিও কিনিনি, সরকারি কোনও প্লটও বরাদ্দ নিইনি।”

তিনি আরও বলেন, “আগামীতে আপনাদের ভোটে আবারো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হতে পারলে মানুষের কল্যাণেই কাজ করে যাবো।” আমাদের অগ্রগতি দেখে অনেকেই নানা ষড়যন্ত্র করছেন। আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ এই ষড়যন্ত্রের জবাব দিবে ইনশাল্লাহ। সোমবার সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও একাধিক পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভাগুলোতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের টীম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ, সাতকানিয়া জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের বাইতুলমাল সম্পাদক মোহাম্মদ রফিক উদ্দিন, সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ হোসাইন আল হিশাম মোহাম্মদ জাবেদ, ঢেমশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন ও তৈয়বুল হক সিকদার, জামায়াত নেতা মোহাম্মদ রেজাউল্লাহ, সাবেক ইউপি সদস্য মোঃ শহিদুল্লাহ, নুরুল আলম, ঢেমশা ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ আসাদুল্লাহ, হোসাইন মোহাম্মদ মাসুম, সাবেক ইউপি সদস্য মামুনুর রশিদ প্রমুখ।